ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হয়ে গেল প্রাণীবৈচিত্র্য পর্যবেক্ষণের অনুষ্ঠান
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার (১১ নভেম্বর) ঢাকার জাতীয় উদ্ভিদ উদ্যানে হয়ে গেল প্রাণীবৈচিত্র্য পর্যবেক্ষণমূলক ইভেন্ট।
অনুষ্ঠানটির আয়োজক ছিল দেশের প্রাণিবিদ্যাবিষয়ক সর্ববৃহৎ অনলাইন প্লাটফর্ম 'ZOOLOGY-প্রাণিবিদ্যা'।
জাতীয় উদ্ভিদ উদ্যান ঢাকা শহরে গাছপালার একটি সংগ্রহশালা হলেও এখানে বাস করে বিভিন্ন প্রজাতির প্রাণীরা। তাদের সম্পর্কে জানতেই আয়োজন করা হয় 'ওয়াইল্ড ওয়াক'-এর।
সকাল সাড়ে সাতটার দিকে উদ্যানের মূল ফটক থেকে যাত্রা শুরু হয়। বিশেষজ্ঞ হিসেবে দলটির সঙ্গে ছিলেন বন্যপ্রাণবিষয়ক তরুণ গবেষক ও লেখক আশিকুর রহমান সমী। বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে, গবেষণামূলক প্রতিষ্ঠান সিইজিআইএস-এ বন্যপ্রাণী পরিবেশবিদ হিসেবে কর্মরত আছেন তিনি। বিভিন্ন প্রাণীর অবস্থান, বিচরণ, বর্তমান ও আগের অবস্থা, পরিবেশ ও প্রতিবেশগত বিষয়গুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন আশিকুর রহমান সমী।
তিনি জানান, জাতীয় উদ্ভিদ উদ্যান যে শুধু গাছপালার সমারোহে সজ্জিত তা নয়, এটি প্রাণীদের অভয়ারণ্যও। একটু মনোযোগ দিয়ে দেখলেই অনেক চেনা-জানা, আবার নাম না-জানা প্রাণীর দেখা মেলে এখানে।
বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা শহরের মধ্যে একচিলতে বুনো পরিবেশে প্রাণীদের পর্যবেক্ষণ করে। সঙ্গে নিয়ে আসা খাতা, প্যাডে বিভিন্ন তথ্য টুকে নেয়। সেইসঙ্গে আশিকুর রহমান সমী সযত্নে বিভিন্ন পাখি ও প্রাণীদের সম্বন্ধে চমকপ্রদ তথ্য প্রদান করেন!
প্রায় ৪ ঘণ্টা হাঁটে দলটি। এই সময়ে ৩০ প্রজাতির প্রজাপতি, ১৬ প্রজাতির ফড়িং, ৬ প্রজাতির সূচ ফড়িং, ৩ প্রজাতির উভচর, ২ প্রজাতির সরীসৃপ, ৩৮ প্রজাতির পাখি ও ২ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর দেখা মেলে।
যেসব পাখির দেখা মিলেছে সেগুলোর মধ্যে ময়না, পাতি শালিক, ঘুঘু, ভুবন চিল, বেনে বউ/হলদে পাখি, টুনটুনি, হরিয়াল, মৌটুসি, সবুজ টিয়া, সবুজ ঘুঘু, পানকৌড়ি, গো শালিক, বাংলা কাঠঠোকরা, ঝুঁটি শালিক, বনচড়ুই, তিলা ঘুঘু, বসন্ত বাউরি, পেঁচা, হাড়িচাচা, খঞ্জন, মাছরাঙা, ফিঙে অন্যতম।
এছাড়া এক প্রজাতির কচ্ছপ, সবুজ ব্যাঙ, কটকটি ব্যাঙ ছিল দেখা পাওয়া উভচর সরীসৃপ প্রাণীদের মধ্যে।
ইরাবতী কাঠবিড়ালি ও দাগি কাঠবিড়ালি ছিল স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম।
শিক্ষার্থীরা এরকম আয়োজন আরও বেশি বেশি আয়োজনের দাবি রাখে।
সর্বোপরি শিক্ষার্থীরা এ বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা ব্যক্ত করেছেন আশিকুর রহমান সমী।
পুরো আয়োজনটি সমন্বয়ের দায়িত্বে ছিলেন প্রাণিবিদ্যা প্লাটফর্মের মডারেটর ও ডিভিশনাল কোঅর্ডিনেটর মোস্তফা আদনান।