প্রাইমইনভেস্ট: পুঁজিবাজারে বিনিয়োগে নতুন সম্ভাবনার দুয়ার
পুঁজিবাজারে বিনিয়োগে নতুন ধারা সৃষ্টির উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড (পিবিআইএল) নিয়ে এসেছে ডিসক্রেশনারি পোর্টফোলিও ব্র্যান্ড প্রাইমইনভেস্ট।
দেশের বিনিয়োগের ইতিহাসে এ প্রথমবারের মতো বিনিয়োগকারীর বয়স, পেশা, আয় ও ঝুঁকি গ্ৰহণের সক্ষমতার ওপর ভিত্তি করে প্রাইমইনভেস্ট এনেছে পাঁচটি ভিন্ন ধরনের বিনিয়োগ স্কিম। এগুলো হলো ওয়েলথ ম্যাক্সিমাইজার, মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান, ক্যাপিটাল প্রোটেক্টেড স্কিম, ইক্যুইটি শেয়ারিং স্কিম, ও পারফরম্যান্স স্কিম।
বিনিয়োগকারীর সুবিধা বিবেচনা করে প্রাইমইনভেস্ট-এ মাসিক এবং এককালীন উভয়ভিত্তিতে বিনিয়োগের সুযোগ রয়েছে। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক সব ধরনের বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারে বিনিয়োগের আস্থাশীল মাধ্যম তৈরি এবং ঝুঁকিসমন্বিত আকর্ষণীয় রিটার্ন দেওয়া প্রাইমইনভেস্ট-এর লক্ষ্য।
রাজধানীর বনানীতে অবস্থিত প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট-এর প্রধান কার্যালয়ে প্রাইমইনভেস্ট-এর উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি. কিউ. কে. মুসতাক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এম ওমর তৈয়বসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সৈয়দ এম ওমর তৈয়ব বলেন, 'এ প্রথম কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের আওতায় বিনিয়োগকারীরা পাঁচটি ভিন্ন ধরনের বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক সব ধরনের বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি সমন্বিত কাঙ্ক্ষিত রিটার্ন প্রদান ও সম্পদের সুব্যবস্থাপনা নিশ্চিত করা প্রাইমইনভেস্ট-এর লক্ষ্য।'
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সি কিউ কে মুসতাক আহমেদ বলেন, 'আমাদের এ স্কিমগুলোর মাধ্যমে আমরা নতুন বিনিয়োগকারীদের বাজারে নিয়ে আসতে চাই।' প্রাইমইনভেস্ট-এ বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির রয়েছে সক্রিয় ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কমিটি।
বিনিয়োগকারীদের সুবিধার কথা মাথায় রেখে পুঁজিবাজার বিনিয়োগ ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনতে চায় প্রাইমইনভেস্ট। এর আওতায় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা দেওয়া, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ট্যাক্স সার্টিফিকেট উত্তোলনসহ অন্যান্য আর্থিক সেবাগ্রহণের ব্যবস্থা থাকবে।
প্রাইমইনভেস্ট-এ ওয়েলথ ম্যাক্সিমাইজার স্কিমের আওতায় বিনিয়োগকারীরা তিন, পাঁচ অথবা সাত বছরের মেয়াদের জন্য ন্যূনতম পাঁচ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন।
তিন থেকে ১০ বছর মেয়াদি মান্থলি ইনভেস্টমেন্ট প্ল্যান-এ বিনিয়োগের শুরু প্রতি মাসে সর্বনিম্ন ৩,০০০ টাকা থেকে। আর পাঁচ বছরের ক্যাপিটাল প্রোটেক্টেড স্কিমে বিনিয়োগের শুরু ১০ লাখ টাকা টাকা থেকে।
ইক্যুইটি শেয়ারিং স্কিম ব্যবস্থায় বিনিয়োগকারী এবং পিবিআইএল উভয়ে একত্রে ৭০:৩০ শেয়ারের ভিত্তিতে বিনিয়োগ করতে পারবেন এবং আনুপাতিক হারে মূলধনসহ মুনাফা পাবেন।
আর পারফরম্যান্স স্কিমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কেবলমাত্র লাভ হলেই বার্ষিক মুনাফার ওপর পারফরম্যান্স ফি হিসেবে চার্জ করবে।