যে ৫ ভাষায় কথা বলেন বিশ্বের সবচেয়ে বেশি মানুষ
ভাষা যোগাযোগের একটি সুসংবদ্ধ ব্যবস্থা। দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক মাত্র।
এ জন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে।
ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ভাষা আছে ৭ হাজারের বেশি। এর মধ্যে মাত্র ২৩টি ভাষাতেই কথা বলে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ। অন্যদিকে বিলুপ্তির পথে আছে পৃথিবীর ২৪ হাজার ভাষা।
এই প্রতিবেদনে আমরা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ৫ টি ভাষায় কথা বলে সে সম্পর্কে জানব।
৫. পর্তুগিজ
বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ২৫টি ভাষার তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পর্তুগিজ। ২৩৬ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে।
এটি একটি রোমান্স ভাষা। বিশ্বজুড়ে আনুমানিক ২৩ কোটি ৬২ লাখ ৬৬ হাজার ৬৫০ জন মানুষের মাতৃভাষা পর্তুগিজ।তবে, ব্রাজিল ও পর্তুগালে এই ভাষা বেশি ব্যবহৃত হয়।
৪. হিন্দি
সংস্কৃত ভাষা প্রভাবিত হিন্দি একটি ইন্দো-ইরানীয় ভাষা। বিশ্বজুড়ে ৩৪৪ মিলিয়নেরও বেশি মানুষের মুখের ভাষা এটি। হিন্দি ভারতের প্রধান ভাষা। এছাড়া, প্রায় ১২০ মিলিয়ন মানুষের দ্বিতীয় ভাষা এটি।
বিশ্বের প্রায় ৩৪ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৮৭০ জন মানুষের মাতৃভাষা হিন্দি।
৩. ইংরেজি
ইংরেজি ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত একটি পশ্চিম জার্মানিক ভাষা। এটি জার্মান, ডাচ ও ফ্রিজীয় ভাষার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।
বিশ্বের প্রায় ৩৭ কোটি ৯৬ লাখ ৮৩ হাজার ২০০ জন মানুষের মাতৃভাষা ইংরেজি।
মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-এই পাাঁচটি দেশের প্রধান ভাষা ইংরেজি।
২. স্প্যানিশ
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্প্যানিশ। বিশ্বজুড়ে ৪৮৫ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাষায় কথা বলে।
এটিও একটি রোমান্স ভাষা এবং ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। আনুমানিক ৪৮ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৯৬০ জন মানুষের মাতৃভাষা এটি।
স্পেন ছাড়াও আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া ও চিলিসহ ১৮ টি দেশের সরকারি ভাষা স্প্যানিশ।
১. মান্দারিন চাইনিজ
আমাদের তালিকায় প্রথম স্থানে রয়েছে মান্দারিন চাইনিজ। এই ভাষার বিশ্বজুড়ে প্রায় ৯৩৯ মিলিয়নেরও বেশি ভাষাভাষী রয়েছে। এটি চীনা ভাষার কথ্য রূপগুলোর একটি।
আনুমানিক ৯৩ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৩৫০ জন মানুষের মাতৃভাষা এটি। মান্দারিন চীনের মোট জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশের মাতৃভাষা।