ফ্যাক্ট-চেকিং সংস্থা ও নাগরিক সমাজ সংগঠনের ঐক্য প্রয়োজন: গোলটেবিল আলোচনায় বক্তারা
আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং দিবস উপলক্ষ্যে প্রথমবারের মতো দেশের নাগরিক সমাজ সংগঠন ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে মঙ্গলবার (২ এপ্রিল) এ বৈঠক আয়োজন করে তথ্যযাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ।
গোলটেবিল বৈঠকটি আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে শামিল থাকা দেশের নাগরিক সমাজ সংগঠনগুলোর সঙ্গে ফ্যাক্ট-চেকারদের যোগাযোগ করিয়ে দেওয়া এবং একটি বৃহত্তর ঐক্যের জায়গা চিহ্নিত করা।
অনুষ্ঠানে বক্তারা ফ্যাক্ট-চেকিং সংস্থা ও নাগরিক সমাজ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
বৈঠকে ফ্যাক্ট-চেকারদের পক্ষে উপস্থিত ছিলেন বুম বাংলাদেশ-এর সম্পাদক আমির শাকির, রিউমর স্ক্যানার-এর মো. ছাকিউজ্জামান, ডিসমিসল্যাব-এর রিসার্চ লিড মিনহাজ আমান, এএফপি ফ্যাক্ট-চেক বাংলাদেশ-এর ফ্যাক্ট-চেকার মোহাম্মদ ইয়ামিন ও ফ্যাক্টওয়াচ-এর ফ্যাক্ট-চেকারবৃন্দ।
নাগরিক সমাজের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন আর্টিকেল ১৯-এর শাহনেওয়াজ পাটোয়ারি, বাংলাদেশ এনজিওস ফর রেডিও অ্যান্ড কম্যুনিকেশনস (বিএনএনআরসি)-এর হীরেন পন্ডিত, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর জ্যোতি চট্টোপাধ্যায়, সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট (সেকমিড)-এর ইয়াসিন আহমেদ ও সোশ্যাল অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট বাংলাদেশ (সাদ-বিডি)-এর মতিউর রহমান সাগর।
স্বাগত বক্তব্যে ফ্যাক্টওয়াচের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান দেশের ফ্যাক্টচেকারদের প্রাতিষ্ঠানিক দক্ষতা ও নিরপেক্ষতার প্রশংসা করেন। ফ্যাক্টচেকিং কার্যক্রমের সঙ্গে গণমাধ্যম-স্বাক্ষরতা বৃদ্ধির কার্যক্রমও সমানতালে চালাতে হবে বলে জোর দেন তিনি।
বিগত নির্বাচনের অভিজ্ঞতা ব্যক্ত করে সুমন রহমান বলেন, 'নির্বাচনের আগে সবাই অনেক উদ্বেগ প্রকাশ করলেও এ নির্বাচনে তেমন উল্লেখযোগ্য পরিমাণে গুজব দেখা যায়নি। আবার এমন মুহূর্ত আসবে যখন আমরা হয়তো তৈরি থাকব না, কিন্তু গুজবে সয়লাব হয়ে যাবে।'
তিনি বাংলাদেশে ফ্যাক্ট-চেকারদের জোটের সঙ্গে অন্যান্য নাগরিক সমাজ এবং গুজব নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করে একটা বৃহত্তর জোট তৈরির প্রয়োজনীয়তা কথা উল্লেখ করেন।
ডিসমিসল্যাবের মিনহাজ আমান ফ্যাক্টচেকারদের অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রতি জোর দিয়ে বলেন, 'আমাদের নিজেদের মধ্যে প্রশিক্ষণ বাড়াতে হবে এবং নিজেদের ত্রুটিগুলো কাটিয়ে উঠতে হবে।'
বুম বাংলাদেশের সম্পাদক আমির শাকির তার বক্তব্যে কীভাবে ফ্যাক্টচেকারদের অনেক ধরনের চাপের মুখেও শক্ত অবস্থানে থাকতে হয় তা তুলে ধরেন। এ সময় অনেক ফ্যাক্টচেকার তাদের নিরাপত্তাহীনতার কথা জানান।
আর্টিকেল ১৯ ভুক্তভোগী ফ্যাক্টচেকারদের আইনি সহায়তা দিতে আগ্রহী বলে জানান শাহনেওয়াজ পাটোয়ারি। হীরেন পন্ডিত অনেক সময় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার জন্য সত্যিকারের বিশেষজ্ঞদের খুঁজে না পাওয়ার অভিজ্ঞতার কথা বলেন।
ফ্যাক্টওয়াচের ফ্যাক্টচেকার শুভাশীষ দীপ গোলটেবিল আলোচনার সঞ্চালনা করেন।