নতুন নেতৃত্ব পেল বিপ্পা, কে এম রেজাউল হাসানাত সভাপতি
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (বিপ্পা)-এর সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কে এম রেজাউল হাসানাত।
তিনি ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও এবং মিডল্যান্ড পাওয়ারের চেয়ারম্যান। এর আগে বিপ্পা-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রেজাউল।
আগের সভাপতি এবং সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল খান তাকে এবং নতুন পরিচালনা পর্ষদকে স্বাগত জানিয়েছেন।
নবনির্বাচিত বিপ্পা পরিচালনা পর্ষদ সদস্যগণ হলেন গোলাম রব্বানী চৌধুরী (সহ-সভাপতি, অর্থ), নাভিদুল হক (ভাইস-প্রেসিডেন্ট), আবু বকর সিদ্দিক আলী চৌধুরী (ভাইস-প্রেসিডেন্ট), এএনএম তরিকুর রশীদ, ফয়সাল আহমেদ চৌধুরী, মো. রিয়াজ উদ্দিন, মোস্তফা মঈন, মো. রুবায়েত তানভীর, মোহাম্মদ শামীম রেজা খান ও আনিকা হক।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে নেতৃত্বের ভূমিকায় রয়েছে বিপ্পা। এর সদস্য কোম্পানিগুলো দেশের বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং বর্তমানে জাতীয় গ্রিডে প্রায় ৫০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করছে।
বিপ্পা বাংলাদেশের প্রতিটি ঘরে এবং শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দক্ষতার সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।