আইফোন অর্ডার করে ডেলিভারি পেল আইফোন ডিজাইনের টেবিল!
অনলাইনে আইফোন কিনতে গিয়ে ডেলিভারিতে স্রেফ একটি আইফোন ডিজাইনের কফি টেবিল পাওয়ার মতো অদ্ভুত ঘটনার কারণে কিছু সময়ের জন্য ইন্টারনেট দুনিয়ায় আলোচিত মুখ হয়ে উঠেছে থাইল্যান্ডের এক কিশোর।
সাধারণত যখনই আপনি কোনো বিলাস সামগ্রী স্বাভাবিকের চেয়ে কম দামে পাবেন, তখন সেই জিনিসের স্থায়ীত্ব ও সবকিছু ভালোভাবে পরীক্ষা করে কেনাই উচিত। কিন্তু বেশিরভাগ সময়ই যা দেখা যায়, অন্য কেউ যেন আমাদের নাকের ডগা দিয়ে সেই পণ্য লুফে নিতে না পারে, সে ভয়েই আমরা তাড়াহুড়া করে সাত-পাঁচ না ভেবেই 'কিনুন' অপশনে ক্লিক করে ফেলি। থাইল্যান্ডের ওই কিশোরের ক্ষেত্রে ঠিক সেই ঘটনাই ঘটেছে।
অ্যাপল কোম্পানির গ্যাজেটের ভক্ত এই কিশোর কম পয়সায় আইফোন কেনার সুযোগটি হাতছাড়া করতে চায়নি। কিন্তু অনলাইনে অর্ডার দেবার আগে তার ধারণাও ছিল না, পণ্য হাতে পাবার পর কি চমক অপেক্ষা করছে!
কিশোরের নামটি ইন্টারনেট জগতে না প্রকাশ পেলেও জানা গেছে, ডেলিভারিতে পাওয়া আইফোনের বাক্সটি ছিল লম্বায় প্রায় তার নিজের সমান। আর সেটি দেখামাত্রই তার সন্দেহ জাগে, কোথাও কোনো একটা সমস্যা আছে। বাক্সের মুখ খোলার পর দেখা গেল, 'আইফোন' তো সেখানে রয়েছেই, তবে তা তার প্রত্যাশিত আইফোনটি নয়।
অর্ডার করার আগে যদি একবার সে ভালোমতো পণ্যের বর্ণনা পড়ে নিত, তাহলে হয়তো এই বোকামি করার কথা ভাবত না। কারণ, কম দামি সেই পণ্য ছিল আসলে আইফোন ডিজাইনের একটি কফি টেবিল!
ওরিয়েন্টাল ডেইলি সূত্রে জানা গেছে, ওই কিশোর তার প্রাপ্ত পণ্যের সঙ্গে নিজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। সে এ-ও লিখে জানায়, আইফোনের দাম এত কম হওয়ায় তার সন্দেহ হয়েছিল বটে! সেইসঙ্গে পরিবহণ খরচও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু আইফোনের মতো জিনিস দেখেই যে মাথাটা বিগড়ে যায় এবং এই সুযোগ হাতছাড়া করা যাবেই না- সেটিও তার মনে হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই থাই কিশোরের ছবি ভাইরাল হবার পরপরই বেশকিছু এশিয়ান ওয়েবসাইট তার খবরটি প্রকাশ করে।
আপনিও যদি আইফোন ডিজাইনের একখানা কফি টেবিল পেতে চান, তাহলে তার সুযোগ কিন্তু থাকছেই! থাই কিশোরের কেনা আইফোন টেবিলটি ছিল দক্ষিণ কোরীয় কোম্পানি টেনএক্সটেনের। তারা আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে তাদের এই পণ্য কিনতে!
- সূত্র: অডিটি সেন্ট্রাল