১ জানুয়ারি থেকে ই-ভিসা চালুর ফলে বাংলাদেশিদের থাইল্যান্ড ভ্রমণ সহজ হবে
আগামী বছরের শুরু থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। ই-ভিসা চালু হলে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনের মাধ্যমে ঘরে বসে থাইল্যান্ডের ভিসা নিতে পারবেন। এর ফলে বাংলাদেশিদের থাইল্যান্ড ভ্রমণ আরও সহজ হবে।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান।
চেম্বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পদক্ষেপের ফলে বাংলাদেশিদের, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য থাই ভিসা প্রসেসিং আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে বিটিসিসিআই থাই রাষ্ট্রদূতের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করে, যেগুলো বাংলাদেশিদের জন্য থাই ভিসা প্রক্রিয়া আরও সহজ করবে।
চেম্বার আরও বলেছে, তারা বাংলাদেশে যৌথ উদ্যোগে আরও কাজ করতে চায় এবং বর্তমানে তারা দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে কাজ করছে।
জবাবে রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর ব্যবসায়ী নেতাদের দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করার বিষয়ে আশ্বস্ত করেন।
তিনি মানব নিরাপত্তা, টেকসই উন্নয়ন, বাংলাদেশে ইকো-ট্যুরিজম খাত, মেডিকেল ট্যুরিজম ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তরকে গুরুত্ব দিয়ে ব্যবসায়িক খাতের উন্নয়নে গুরুত্বারোপ করেন।