ইনস্টাগ্রামে এক পোস্টেই কোটি টাকা আয় হবে হ্যারি-মেগানের
ব্রিটিশ রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, এ খবর পুরনো। শুধু তাই নয়, রাজপরিবারের ব্যয়ের জন্য বরাদ্ধ থেকে তারা কোনো অর্থও নেবেন না। জানিয়েছেন, আর্থিকভাবে তারা স্বনির্ভর হতে চান।
এ সংক্রান্ত আনুষ্ঠানিকতা শিগগরই শেষ হবে। দেশ ছেড়ে, রাজকীয় জীবন ছেড়ে, কানাডায় সাধারণ প্রবাসী হিসেবে কিভাবে সংসার চালাবেন এই দম্পতি? আয়-রোজগারের ব্যবস্থাই-বা করবেন কিভাবে? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইনস্টাগ্রামে একেকটি পোস্ট দিয়েই ৮৫ হাজার পাউন্ড বা প্রায় ৯৪ লাখ টাকা করে উপার্জন করা সম্ভব তাদের পক্ষে। এটি এই মাধ্যমে প্রিন্স উইলিয়াম-কেট মিডলটন দম্পতির আয়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। খবর ডেইলি মেইলের।
আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে সাসেক্সের ডিউক ও ডাচেস পদ ছাড়ছেন হ্যারি ও মেগান। এরপর সাসেক্স রয়েল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টি থেকে তাদের বিপুল পরিমাণ টাকা পাওয়ার ধারণা করা হচ্ছে।
এক কোটি ১২ লাখ ফলোয়ার রয়েছে অ্যাকাউন্টটিতে। হ্যারি ও মেগান এটিকে নিজেদের বিভিন্ন দাতব্য কর্মসূচির প্রচারণা ও পারিবারিক খবরাখবর প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করেন।
অবশ্য রাজপরিবার ছাড়ার পর প্রোফাইলটিতে 'রয়েল' শব্দটি আর ব্যবহার করবেন কি না, সে ব্যাপারে এখনও তারা মুখ খোলেননি।
অ্যানালাইটিক্যাল প্ল্যাটফর্ম 'ইন্সপায়ার মি' জানিয়েছে, রাজপরিবারের দায়িত্ব পালনের এই শেষ মাসে, প্রতিটি পোস্ট থেকে ৮৫ হাজার ২৭১ পাউন্ড করে পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যারি-মেগানের। এতদিন ইন্সটাগ্রাম থেকে আসা টাকা 'সাসেক্সরয়েল' ব্র্যান্ডের কাজে ব্যবহার করেছেন তারা।
তবে সম্প্রতি হ্যারি ও মেগান জানিয়েছেন, রাজকীয় দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর সেই ব্র্যান্ডিংয়ে তারা আর কোনো টাকা ঢালবেন না।
বুধবার এই দম্পতি জানিয়েছেন, ৩১ মার্চ থেকে তারা রাজপরিবারের দায়-দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে 'মুক্তি' পাচ্ছেন। এরপর জীবনের বেশিরভাগ সময় কানাডাতেই কাটানোর পরিকল্পনা তাদের। তবে ইংল্যান্ডে উইন্ডসর ক্যাসেলের কাছে থাকা নিজেদের বাড়িতেও মাঝে-মধ্যে আসা-যাওয়া করবেন।