বিবাহবার্ষিকীতে ভারতে করোনাভাইরাস ত্রাণকেন্দ্র খোলার ঘোষণা প্রিন্স হ্যারি ও মেগানের
ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল গতকাল (বুধবার) তাদের তৃতীয় বিবাহবার্ষিকী অনুষ্ঠানে মানবকল্যাণমূলক একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন।
চলমান করোনাভাইরাস সংকটে ভারতকে সাহায্য করার জন্য একটি জরুরি ত্রাণকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছে ওই দম্পতি।
তারা তাদের আর্চওয়েল ফাউন্ডেশনের মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সঙ্গে তাদের চলমান অংশীদারিত্বের অংশ হিসেবে একটি কমিউনিটি সেন্টার গড়ে তুলবেন।
ভারতের মুম্বাইয়ে গড়ে তুলতে যাওয়া ওই কেন্দ্র থেকে প্রাথমিকভাবে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে খাদ্য বিতরণের মতো সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে হ্যারি-মেগানের।
এদিকে, আর্চওয়েল ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়েছে, নতুন কমিউনিটি সেন্টারটি 'কমিউনিটির ওপর ভিত্তি করে ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা করবে।'
ভবিষ্যতে জরুরি প্রয়োজনে খাদ্য বিরতণ কেন্দ্র, স্কুল, ক্লিনিক কিংবা সামাজিক অনুষ্ঠান আয়োজনেও ওই কেন্দ্র ব্যবহার করা যাবে বলে জানানো হয়।
অবশ্য, ওই ত্রাণকেন্দ্র কবে খোলা হবে, সেই তারিখ এখনো নির্দিষ্ট করে বলা হয়নি।
চারটি সামাজিক ত্রাণকেন্দ্র স্থাপন করার উদ্দেশ্যে গত বছর ওয়ার্ল্ড সেন্টার কিচেনের সঙ্গে অলাভজনক অংশীদারিত্বে কাজ করছেন প্রিন্স হ্যারি ও মেগান। মুম্বাইয়েরটি ওই অংশীদারিত্বের মধ্যে ঘোষিত হওয়া তৃতীয় ত্রাণকেন্দ্র। ইতোমধ্যেই ডমিনিকায় একটি কেন্দ্র খোলা হয়েছে এবং পুয়ের্তো রিকোতে আরেকটি কেন্দ্র তৈরির কাজ চলছে।
-
সূত্র: দ্য ন্যাশনাল