ইন্দোনেশিয়াতে ৪৫ হাজার বছরের পুরনো প্রাণির গুহাচিত্র আবিষ্কার
একটি বন্য শূকর- খুব সম্ভবত ৪৫,০০০ বছর আগে আঁকা- ইন্দোনেশিয়ার গুহায় এমন একটি প্রাণির চিত্র আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। খবর বিবিসির।
লালচে গেরুয়া রঙে আঁকা স্ফীত শূকরের চিত্রটি পাওয়া গেছে সুলাওয়েসি দ্বীপের প্রত্যন্ত উপত্যকায় অবস্থিত লিং তেদঙ্গ গুহায়।
এটি এই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের প্রাথমিক প্রমাণও সরবরাহ করে।
"যে লোকেরা এটি তৈরি করেছিল তারা পুরোপুরি আধুনিক ছিল, তারা একদম আমাদের মতোই ছিল, পছন্দমতো যে কোনও চিত্রকর্ম তৈরি করার ক্ষমতা এবং সরঞ্জামাদি তাদের কাছে ছিল", এমন মন্তব্য করেন ম্যাক্সিম অওবার্ট। সায়েন্স এডভান্সেস জার্নালে প্রকাশিত এ রিপোর্টের তিনি সহলেখক।
ডেটিং স্পেশালিস্ট (হাজার বছরের পুরনো জীবের বয়স নির্ণয়ের পদ্ধতিই হলো ডেটিং), অওবার্ট চিত্রকর্মটির ওপর একটি 'ক্যালসাইট ডিপোজিট' চিহ্নিত করেন এবং ইউরেনিয়াম-সিরিজ আইসোটোপ ডেটিং এর মাধ্যমে বুঝতে পারেন যে, এই ডিপোজিট প্রায় ৪৫ হাজার বছর পুরনো।
রিপোর্ট বলছে, চিত্রকর্মটি দৈর্ঘ্যে-প্রস্থে ১৩৬ বাই ৫৪ সেমি আকৃতির; মাথায় শিং আকৃতির কিছুটা স্ফীত দেহাবয়বের পুরুষ প্রজাতির শূকর এটি। ।
শূকরের চিত্রটির পেছনে দুটি আঁকা হাতের ছাপ পাওয়া গেছে।
আরেকজন সহলেখক এডাম ব্রাম বলেন, " শূকরটির অবস্থান দেখে মনে হয় আরও দুটো শূকরের মুখোমুখি এটি লড়াই বা অন্য কোন সামাজিক যোগাযোগ চালিত করছিল"।
গবেষকরা বলেন, শূকরটির ছবিতে রঙ (পিগমেন্ট) বসানোর আগে শিল্পীদের নিশ্চয়ই পাশে নিজেদের হাত রাখতে হয়েছিল। গবেষকদের দলটি প্রাপ্ত অবশিষ্টাংশের লালা হতে ডিএন এ নমুনা সংগ্রহ করার চেষ্টা করবে এরপর।
এটি মানুষের আঁকা প্রাচীনতম চিত্র না হলেও , প্রাণির 'ফিগার' আঁকা এটিই সবচাইতে পুরনো চিত্রকর্ম।
সাউথ আফ্রিকাতে ৭৩ হাজার বছর আগে আঁকা একটি হ্যাশট্যাগসদৃশ ডুডলকে পৃথিবীর সবচাইতে পুরনো ড্রয়িং হিসেবে বিবেচনা করা হয়।