গান্ধীর চশমা ডাকবাক্সে পাওয়া গেল
একটি নিলামকারী প্রতিষ্ঠানের লেটারবক্সে ১ সপ্তাহ পরে থাকার পর নিলামে উঠতে যাচ্ছে মহাত্মা গান্ধীর চশমা। গত সোমবার সকালে ইংল্যান্ডের ইস্ট ব্রিস্টল অকশনের এক কর্মচারী খামে মোড়ানো চশমাটি খুঁজে পান।
নিলামকারী আন্দ্রেই স্টোউই বলেন, চশমাটি ১৫ হাজার ইউরোর বেশি দামে বিক্রি হতে পারে, প্রতিষ্ঠানটির ইতিহাসে এটিই সর্বাধিক গুরুত্বপূর্ণ সংগ্রহ।
'আমি তারপর চশমাটির মালিককে ফোনে জানাই এবং দাম শুনে তার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল প্রায়।'
তিনি বলেন, 'শুক্রবার রাতে কেউ আমাদের লেটারবক্সে রেখে গিয়েছিল এবং সোমবার খুঁজে পাওয়ার আগ পর্যন্ত সেখানেই পরে ছিল। আমার এক কর্মচারী খুঁজে পেয়ে আমাকে দেয় এবং জানায় সংযুক্ত একটি নোটে লেখা ছিল এটি গান্ধীর চশমা। এটি একটি চমকপ্রদ বিষয় ভেবে আমি আবার ব্যস্ত হয়ে পরি।'
কিন্তু পরে অনুসন্ধান করে মি. স্টোউই যখন বুঝতে পারেন গোল ফ্রেমের এই চশমা বিখ্যাত ভারতীয় নাগরিক অধিকার আন্দোলনের নেতার, তখন তিনি চমকে উঠেন।
তিনি আরও জানান, চশমাটির মালিক তাকে জানান ১৯২০ সালে তার এক পূর্বপুরুষ দক্ষিণ আফ্রিকায় গান্ধীর সাথে দেখা করার পর চশমাটি প্রজন্মের পর প্রজন্ম তাদের হস্তান্তরিত হয়ে তার কাছে আসে। 'আমরা তারিখ মিলিয়ে দেখেছি যা সম্পূর্ণ মিলে যায়, এমনকি চশমাটি পরিধানের সময়কালও। চশমাটি সম্ভবত গান্ধীর একদম প্রথম দিককার পরিধান কৃত চশমা। তার অধিকৃত বস্তু প্রদানের ব্যাপারটিও বেশ পরিচিত ছিল।'
মি. স্টোউই বলেন, চশমাটির ব্যাপারে অনেক মানুষ আগ্রহ দেখিয়েছে, বিশেষ করে ভারত থেকে। 'চশমাটি একটি সাধারণ সাদা খামে পাওয়া যায়। খুব সহজেই এটি চুরি হয়ে যেতে পারত অথবা পরে যেতে পারত।'
আগামী ২১ আগস্ট অনলাইনে চশমাটির নিলাম শুরু হতে যাচ্ছে।
- সূত্র: বিবিসি