নিলামে উঠছে ম্যাকিয়াভেলির বিখ্যাত বই 'দ্য প্রিন্স'-এর দুর্লভ প্রথম সংস্করণ
ইতালীয় রেনেসাঁর সময়কার কূটনীতিক নিকোলো ম্যাকিয়াভেলির বিখ্যাত রাজনৈতিক গ্রন্থ "দ্য প্রিন্স"-এর একটি অত্যন্ত বিরল প্রথম সংস্করণ নিলামে উঠতে যাচ্ছে। নিলামে বইটির মূল্য ৩ লাখ ইউরো (৩ লাখ ৭৫ হাজার ডলার) উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৬শ শতকের এই বইটি প্রথম সংস্করণ হিসেবে ছাপানো মোট ১১টি কপির একটি। অন্য সব কপিই ইতালির বিভিন্ন লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে। তবে এই কপিটি একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে এসেছে এবং এতদিন এর তথ্য অজানা ছিল।
নিলামকারী প্রতিষ্ঠান সথবি'স-এর বই ও পাণ্ডুলিপি বিশেষজ্ঞ গ্যাব্রিয়েল হিটন সিএনএন-কে বলেন, "আমরা জানতাম না যে অন্য কোনও কপি ব্যক্তিগত সংগ্রহে ছিল। এবং এটি আমাদের জানা প্রথম কপি, যেটি নিলামে উঠছে; অন্তত গত কয়েক দশকে।"
তিনি যোগ করেন, "এটা রাজনৈতিক তত্ত্বের অন্যতম মহৎ কাজ, ১৬শ শতকের সবচেয়ে বিখ্যাত বইগুলোর মধ্যে একটি এবং এটি একটি প্রথম সংস্করণ।"
হিটন জানান, সথবি'স লন্ডনে তাদের পরবর্তী বই ও পাণ্ডুলিপির নিলামে এই "অত্যন্ত বিরল বই" প্রদর্শন করতে পেরে "খুশি" এবং "উত্তেজিত।" নিলামটি আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
এই বইটি ম্যাকিয়াভেলির আরেকটি কাজ "ফ্লোরেন্টাইন হিস্টোরিজ" (দ্বিতীয় সংস্করণ) এর সাথে একত্রে বাঁধাই করা হয়েছে।
ইতালির ফ্লোরেন্সে জন্ম নেওয়া নিকোলো ম্যাকিয়াভেলি একজন লেখক এবং কূটনীতিক ছিলেন। ১৫১২ সালে মেডিচি পরিবার প্রজাতন্ত্রকে ক্ষমতাচ্যুত করার আগ পর্যন্ত তিনি ফ্লোরেন্টাইন সরকারের হয়ে কাজ করেছেন।
ম্যাকিয়াভেলি "দ্য প্রিন্স" বইটি লেখেন ১৫১৩ সালে, যখন তাকে ষড়যন্ত্রের অভিযোগে বন্দী করা হয়েছিল এবং তিনি তার বাবর সম্পত্তি সান কাসকিয়ানোর ফ্লোরেন্টাইন কমিউনে অবসর নেন।
এই রাজনৈতিক গ্রন্থটি ফ্লোরেন্টাইন শাসক লরেঞ্জো ডি পিয়েরো ডে' মেডিচিকে উৎসর্গ করা হয়েছিল। ম্যাকিয়াভেলির মৃত্যুর আগেই এটি একটি পাণ্ডুলিপি হিসেবে প্রচারিত হয়েছিল।
ম্যাকিয়াভেলির মৃত্যুর পরে, ১৫৩২ সালের আগে বইটির সাতটি পাণ্ডুলিপি প্রকাশিত হয়েছিল। এর মধ্যে কিছু অংশ তার সহকর্মী বিয়াজিও বুয়োনাকোরসি লিখেছিলেন।
এরপর বইটির প্রায় ১৫টি সংস্করণ প্রকাশিত হলেও, এটি ধর্মীয় বা নৈতিকভাবে ক্ষতিকর বলে বিবেচিত হওয়ায় ক্যাথলিক গির্জা বইটি ১৫৫৯ সালে নিষিদ্ধ করে। এই বইটি আবার ৭০ বছরেরও বেশি সময় পর প্রকাশিত হয়।
বিক্রির জন্য রাখা "দ্য প্রিন্স" এর কপিটি ১৫৩২ সালের এবং এটি ১৯শ শতকের মাঝামাঝি পর্যন্ত একটি ইতালীয় লাইব্রেরিতে ছিল। পরে বিভিন্ন মালিকের হাত বদল হয়ে একজন ইংরেজ সংগ্রাহকের কাছে পৌঁছায়।
সথেবি'স জানিয়েছে, বইটির শিরোনাম পৃষ্ঠা সরানো হয়েছে, সম্ভবত "কর্তৃপক্ষের হাতে বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য।"
ম্যাকিয়াভেলির বইয়ে রাজ পরিবারের সদস্যদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, তারা ভালো হওয়ার চেষ্টা না করে বরং প্রয়োজন অনুযায়ী কাজ করুক। মানুষের প্রকৃতি এবং বিশ্বের আদর্শ পরিস্থিতি বিবেচনায় না নিয়ে, বাস্তবতা অনুযায়ী চলার ধারণা তাকে আধুনিক রাজনৈতিক বিজ্ঞানের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করেছে।
গ্যাব্রিয়েল হিটন মন্তব্য করেছেন, "ম্যাকিয়াভেলি এমন একজন লেখক, যিনি তার বই প্রথম লেখার পর থেকেই মানুষকে আকৃষ্ট করেছেন। তিনি রাজনৈতিক ক্ষমতার প্রকৃতি এবং বিশেষত অস্থিরতার ও অনিশ্চয়তার সময় রাজনীতি কীভাবে পরিচালিত হয় তা স্পষ্টভাবে তুলে ধরেছেন।"