গান্ধীর সেই চশমা: বিক্রি হলো পৌনে ৩ কোটি টাকায়
ভারতের স্বাধীনতার অন্যতম নায়ক মহাত্মা গান্ধীর একজোড়া চশমা যুক্তরাজ্যের একটি নিলাম ঘরে ৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার শেষ রাতে ইনস্টাগ্রামে ইস্ট ব্রিস্টল অকশনসের পক্ষ থেকে লেখা হয়, 'মাত্র চার সপ্তাহ আগেই চশমাটি আমরা আমাদের ডাকবাক্সে পেয়েছিলাম। এক ভদ্রলোক সেটি ওখানে রেখে গিয়েছিলেন; চশমাটি গান্ধী নিজে ওই ভদ্রলোকের এক আংকেলকে দিয়েছিলেন।'
'আর সেই অবিশ্বাস্য উপহারটি নিলামে তুলে অবিশ্বাস্য ফল পেয়েছি আমরা!'
অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা গান্ধী ওই চশমা ১৯২০ কিংবা ১৯৩০-এর দশকে, দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে চাকরিকালে পরতেন বলে জানিয়েছে ওই অকশন হাউস।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, নিলামে চশমাটির দাম ১৯ হাজার ৬৩৪ ডলার বা ১৬ লাখ ৬৫ হাজার টাকার মতো উঠবে।
এ মাসের শুরুতে স্কাই নিউজকে নিলামকারী অ্যান্ড্রু স্টো বলেছিলেন, যে ভদ্রলোক চশমাটি তাদের দিয়ে গেছেন, তিনি নাকি বলেছিলেন, 'কাজে না লাগলে ফেলে দিয়েন!'
যারা এটির দাম ১৯ হাজার ৬৩৪ ডলারের মতো উঠবে বলে আশা করেছিলেন, ৩ লাখ ৪০ হাজার ডলারে বিক্রি হওয়ার খবরে তাদের চোখ নিশ্চয়ই কপালে উঠে গেছে!
- সূত্র: এএফপি