চার্চিলের আঁকা পেইন্টিং ২৯ কোটি টাকায় বেচে দিচ্ছেন জোলি!
হলিউড তারকা ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি একটি ঐতিহাসিক ছবি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানিকে হারানোর পরিকল্পনার অংশ হিসেবে মরোক্কোর ওই ল্যান্ডস্কেপ এঁকেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল।
'টাওয়ার অব দ্য কুতুবিয়া মস্ক' শিরোনামের ওই ল্যান্ডস্কেপই যুদ্ধ চলাকালে চার্চিলের সম্পন্ন করা একমাত্র পেইন্টিং। তিনি সেটি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে উপহার দিয়েছিলেন।
আগামি ১ মার্চ লন্ডনে ক্রিস্টি'স অকশন হাউসের এক নিলামে পেইন্টিংটির দাম ১৫ থেকে ২৫ লাখ পাউন্ড (প্রায় সাড়ে ১৭ থেকে ২৯ কোটি টাকা) ওঠার আশা প্রকাশ করেছেন জোলি।
ছবিটিতে অ্যাটলাস পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে দ্বাদশ শতকের মারাক্কেশ শহরের মসজিদের দৃশ্য ফুটিয়ে তুলেছেন চার্চিল।
১৯৪৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ক্যাসাব্লাঙ্কা কনফারেন্সের পর ছবিটি এঁকেছিলেন তিনি। বলে রাখা ভালো, সেই সভায় চার্চিলকে ওই মরোক্কান শহরের সৌন্দর্য দেখিয়েছিলেন রুজভেল্ট।
'ছবিটি দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন রুজভেল্ট', বলেন ক্রিস্টির মডার্ন ব্রিটিশ আর্ট ডিপার্টমেন্টের প্রধান, নিক অরচার্ড।
১৯৪৫ সালের রুজভেল্টের মৃত্যুর পর তার ছেলে পেইন্টিংটি কিনে নেন। এরপর বিভিন্ন হাত ঘুরে, ২০১১ সালে এটি কিনে নেন জুলি ও তার তৎকালীন জীবনসঙ্গী ব্র্যাড পিট।
এবার, ক্রিস্টির মডার্ন ব্রিটিশ আর্ট অকশনের অংশ হিসেবে ছবিটি বিক্রি করতে যাচ্ছে জোলি পরিবার।
- সূত্র: দ্য ন্যাশনাল