ডাইনোসরের কঙ্কালের দাম ২৬৯ কোটি টাকা!
ডাইনোসরের একটি কঙ্গালের দাম নিলামকারীদের প্রাথমিক প্রত্যাশাকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছে। সেটি টিরানোসরাস রেক্স প্রজাতির সবচেয়ে সুসম্পন্ন কঙ্কালগুলোর একটি।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্রিস্টি'স অকশন এটি নিলামে তুলে। সেখানে ৩১.৮ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৬৯ কোটি ৫১ লাখ টাকায় বিক্রি হয় ওই কঙ্কাল।
নিলামে বিক্রি হওয়া কোনো ডাইনোসর কঙ্কালের এটিই সর্বোচ্চ দাম।
আনুমানিক ৬ কোটি ৭০ লাখ বছর আগে পৃথিবীর বুকে দাবড়ে বেড়ানো ওই প্রাণীর হাড় প্রথম আবিষ্কারকারী মস্তিষ্ক বিশেষজ্ঞের নামেই টিরানোসরাসটির নামকরণ করা হয় 'স্ট্যান দ্য টি. রেক্স'। নিলামঘরটি নিউইয়র্কে ওই কঙ্কাল প্রদর্শনের সময় প্রাথমিকভাবে এর দাম ৬ থেকে ৮ মিলিয়ন মার্কিন ডলার ওঠার কথা আন্দাজ করেছিল।
গত দুই দশক স্ট্যানকে নিয়ে সাউথ ড্যাকোটার ব্ল্যাক হিলস ইনস্টিটিউটে অনেক গবেষণা হয়েছে এবং মস্তিষ্ক বিশেষজ্ঞরা প্রকাশ করেছেন ডজন-ডজন গবেষণাপত্র।
স্ট্যানের উচ্চতা ১৩ ফুট। লেজ-সহ এর দৈর্ঘ্য ৪০ ফুট। ১৮৮টি হাড়ের সমাহারে গড়া এটিই পৃথিবীতে দীর্ঘতম ও সবচেয়ে পূর্ণাঙ্গভাবে সাজানো কোনো ডাইনোসরের কঙ্কালগুলোর অন্যতম।
এটির হাড়ের প্রথম সন্ধান পাওয়া যায় ১৯৮৭ সালে। স্ট্যান স্যাক্রাইজন নামে একজন সৌখিন মস্তিষ্ক গবেষক মন্টানা রাজ্যের পাথুরে অঞ্চল- হেল ক্রিক ফরমেশনে তা খুঁজে পান।
গবেষকরা শুরুতে এটিকে ট্রাইসেরাটপস প্রজাতির ডাইনোসর ভেবেছিলেন। অবশেষে ১৯৯২ সালে একদল মস্তিষ্ক বিশেষজ্ঞ এর প্রকৃত পরিচয় উদ্ঘাটন করেন।
কঙ্কালটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে ৩০ হাজার ঘণ্টারও বেশি সময় শারীরিক শ্রম দিতে হয়েছে।
- সূত্র: সিএনএন