নিলামে উইজার্ড অভ ওজ-এর ডরোথির জুতো রেকর্ড ২৮ মিলিয়ন ডলারে বিক্রি
দ্য উইজার্ড অভ ওজ সিনেমায় অভিনেত্রী জুডি গারল্যান্ডের পরা এক জোড়া লাল রুবি স্লিপার শনিবার নিলামে ২৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনের তথ্যমতে, এক মাস আগে অনলাইনে এ স্লিপারের নিলাম কার্যক্রম শুরু হয়। কর্তৃপক্ষ এটি তিন মিলিয়ন ডলারে বিক্রির আশা করেছিল।
নিলামকারী কর্তৃপক্ষ স্লিপার জোড়াকে 'হলি গ্রেইল অব হলিউড মেমোরেবিলিয়া' হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, এর বিক্রয়মূল্য এগুলোকে নিলামে বিক্রি হওয়া সবচেয়ে মূল্যবান চলচ্চিত্র স্মারকে পরিণত করেছে।
গারল্যান্ড ১৯৩৯ সালের বিখ্যাত এ সিনেমায় যখন ডরোথি চরিত্রে অভিনয় করেন, তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। সিনেমাটির চিত্রগ্রহণের সময় তিনি কয়েক জোড়া জুতো পরলেও এর মধ্যে মাত্র চারটি জুতো শেষ পর্যন্ত সংরক্ষণে ছিল। এর মধ্যে একজোড়া রয়েছে যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান'স ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্টরি-তে।
তবে নিলামে বিক্রি হওয়া এ জুতো জোড়ার আরেকটি ইতিহাস রয়েছে। ২০০৫ সালে কালেক্টর মিশেল শ মিনেসোটায় অবস্থিত জুডি গারল্যান্ড মিউজিয়ামে এ জুতো ধার হিসেবে দিয়েছিলেন। কিন্তু সেখান থেকে এটি চুরি হয়ে যায়। চুরি করেছিলেন টেরি জন মার্টিন নামের এক ব্যক্তি। তিনি ভেবেছিলেন জুতোটি হয়ত অনেক মূল্যবান হবে। কারণ, এগুলোয় রত্নপাথর ব্যবহার করা হয়েছিল। পরে তিনি বিক্রি করতে গিয়ে জানতে পারেন পাথরগুলো আসলে কাঁচ ছাড়া কিছুই নয়।
এরপর মার্টিন জুতোটি অন্য কাউকে দিয়ে দেন। এরপর ২০১৮ সালে এক অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জুতো জোড়া উদ্ধার করে। ২০২৩ সালে ৭০ বছর বয়সি মার্টিন জুতো জোড়া চুরির কথা স্বীকার করেন এবং এ কারণে তাকে সাজাও ভোগ করতে হয়।