নিকারাগুয়ার চিড়িয়াখানায় সাদা বেঙ্গল টাইগারের জন্ম
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2021/01/07/nieve_2.jpg)
নিকারাগুয়ার এক চিড়িয়াখানায় একটি সাদা বেঙ্গল টাইগারের জন্ম হয়েছে। নিভেস নামের ওই ছানাকে তার মা প্রত্যাখ্যান করলে চিড়িয়াখানার পরিচালকের স্ত্রীর কাছে বেড়ে উঠছে কন্যা বাঘ শাবকটি।
চিড়িয়াখানার পরিচালক এডুয়ার্ডো সাকাসা বলেছেন, মাত্র এক সপ্তাহের কিছুটা বেশি বয়সী নিভেসই আমেরিকার কোনো দেশে জন্ম নেওয়া প্রথম সাদা বেঙ্গল টাইগার। পাঁচ বছর আগে সার্কাস থেকে উদ্ধার হওয়া হলুদ-কালো বেঙ্গল টাইগার নিভেসের মা ওকে খাওয়ানোর জন্য দুধ উৎপাদন করতে পারেনি।
সাকাসার স্ত্রী মারিনা আরগুয়েলো জানান, তিনি প্রতি তিন ঘণ্টা অন্তর নিভেসকে গরম ছাগলের দুধ খাওয়াচ্ছেন।
নিভেসের মা দালায়লা উত্তরাধিকার সূত্রে নিজের বাবার কাছে থেকে পাওয়া সাদা বেঙ্গল টাইগার জিনের বাহক ছিল। কারণ তার বাবাও ছিল সাদা বেঙ্গল টাইগার।
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/infograph/public/images/2021/01/07/nieve.jpg)
সাদা রয়েল বেঙ্গল টাইগারদের প্রায়শই বিশেষ প্রজনন কর্মসূচীতে দেখা মেলে। কখনো কখনো ওদের পশমের স্বতন্ত্র রঙ বজায় রাখার জন্য আন্তঃপ্রজনন করানো হয়।
অবশ্য, চিড়িয়াখানায় থাকা কিছু সাদা বাঘ দৃষ্টিশক্তির সমস্যা ও আকার বিকৃতিসহ নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভোগে। সম্ভবত নির্বাচিত প্রজননের কারণেই ওদের ভাগ্যে এমনটা ঘটে।
এদিকে, নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার কাছে অবস্থিত চিড়িয়াখানায় নিভেসই একমাত্র সাদা বাঘ নয়। এর আগেও, ২০১৯ সালের মে মাসে সাকাসা মেক্সিকোর একটি চিড়িয়াখানায় দান করা দুটি সাদা বাঘ শাবক- ওসমা এবং হালিমের আগমনকে স্বাগত জানিয়েছেন ওই চিড়িয়াখানায়।
- সূত্র: বিবিসি