প্রথম সংস্করণের ‘ফ্রাঙ্কেনস্টাইন’ বিক্রি হলো ১০ কোটি টাকায়
সম্প্রতি কিছু দুর্লভ বইয়ের সঙ্গে নিলামে উঠেছিল মেরি শেলির অমর সৃষ্টি ফ্রাঙ্কেনস্টাইন-এর প্রথম সংস্করণের একটি কপি। তাতেই রেকর্ড করেছে ১৮১৮ সালে প্রকাশিত এই গথিক ক্লাসিক।
প্রথম সংস্করণের দুর্লভ ফ্রাঙ্কেনস্টাইন বিক্রি হয়েছে ৮ লাখ ৫৬ হাজার পাউন্ডে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকায়! এর আগে কোনো নারী লেখকের বই-ই এত দামে বিক্রি হয়নি।
ওই নিলামে আরও কয়েকজন প্রখ্যাত লেখকের বইও তোলা হয়েছিল। জেমস জয়েসের ডাবলিনার্স-এর প্রথম সংস্করণের একটা বই বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকায়। একই দামে বিক্রি হয়েছে শেকসপিয়ারের নাটক সংগ্রহের দ্বিতীয় সংস্করণের একটা কপি।
এছাড়া চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পেসিজ-এর প্রথম সংস্করণ বিক্রি হয়েছে প্রায় ৫ কোটি এবং ব্রাম স্টোকারের ড্রাকুলার প্রথম সংস্করণের একটা বই বিক্রি হয়েছে প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকায়।
নিলামের আয়োজন করেছিল ব্রিটিশ নিলাম সংস্থা ক্রিস্টিজ। অনলাইন ও শারীরিক উপস্থিতি- দু'ভাবেই নিলাম হয়েছে। পৃথিবীর ১৪টি দেশ থেকে নিলামে অংশ নিয়েছেন ক্রেতারা।
প্রয়াত মার্কিন টেলিকম টাইকুন থিয়োডর বি বমের সংগ্রহ থেকে নিলামে তোলা হয়েছিল এসব বইয়ের সংগ্রহ। বমের সংগ্রহে ছিল জেন অস্টিন, শার্লট ব্রন্টি, চার্লস ডিকেন্স, স্যার আর্থার কোনান ডয়েল, জোসেফ কনরাডের মতো বিখ্যাত লেখকদের প্রথম সংস্করণের বই।
১৮১৮ সালে মেরি শেলির ফ্রাঙ্কেনস্টাইন ছাপা হয়েছিল মাত্র ৫০০ কপি। তারই একটা ছিল বমের সংগ্রহে, যা বিক্রি হলো ১০ কোটি টাকায়।
প্রথম সংস্করণের বই হওয়ার কারণেই ফ্রাঙ্কেনস্টাইন-এর এত দাম উঠেছে বলে জানিয়েছে ক্রিস্টিজ। কারণ, প্রথম সংস্করণে বেশির ভাগ বই-ই খুব অল্পসংখ্যক ছাপা হয়। যেমন ১৯৯৭ সালে প্রকাশিত জে কে রাওলিংয়ের 'হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন' এর প্রথম সংস্করণে ছাপা হয়েছিল মাত্র ৫০০ কপি বই। বিশ বছর পর সেই প্রথম সংস্করণের একটা কপি নিলামে তোলার পর বিক্রি হয়েছিল প্রায় সোয়া ১ কোটি টাকায়।