বত্তিচেল্লির প্রতিকৃতির দাম ৭৭৮ কোটি টাকা!
ইতালিয়ান কিংবদন্তি চিত্রশিল্পী সান্দ্রো বত্তিচেল্লির (১৪৪৫-১৫১০) একটি প্রতিকৃতি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক নিলামে ৯২ মিলিয়ন ডলারেরও (প্রায় ৭৭৮ কোটি ৫২ লাখ টাকা) বেশি মূল্যে বিক্রি হয়েছে। ব্যক্তিমালিকানায় থাকা, এই চিত্রশিল্পীর সর্বশেষ প্রতিকৃতিগুলোর একটি এটি।
এই শিল্পীর আঁকা পঞ্চদশ শতকের চিত্রকর্ম 'ইয়ং ম্যান হোল্ডিং অ্যা রাউন্ডেল' শিরোনামের ওই ছবি হয়ে উঠেছে নিলামে জায়গা পাওয়া রেনেসাঁ যুগের কোনো শিল্পীর সবচেয়ে দামি এবং নিলাম সংস্থা সোথবাইয়ের হাজির করা 'ওল্ড মাস্টার'দের সবচেয়ে মূল্যবান কাজ।
করোনাভাইরাস বাস্তবতায় সোথবাই লাইভ-স্ট্রিমিং নিলাম চালু করার পর ৮০ মিলিয়ন ডলারের বেশি দাম ওঠা দ্বিতীয় চিত্রকর্ম এটি। এর আগে, ব্রিটিশ চিত্রশিল্পী ফ্রান্সিস বেকনের আঁকা একটি চিত্রকর্ম গত জুনে ৮৪.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়।
ধারণা করা হয়, ১৪৭০-এর দশকের শেষভাগে অথবা ১৪৮০-এর দশকের শুরুর দিকে বত্তিচেল্লির আঁকা এই প্রতিকৃতি ১৯৮২ সালে মাত্র ৮ লাখ ১০ হাজার পাউন্ডে (প্রায় ৯ কোটি ৪০ লাখ টাকা) কিনে নিয়েছিলেন এটির সদ্য সাবেক 'মালিক'।
এক তরুণের হাতে ধরা রয়েছে রাইন্ডেল নামে পরিচিত ছোট্ট ও গোলাকার একটি পেইন্টিং- এ চিত্রই ফুটে রয়েছে ছবিটিতে।
- সূত্র: সিএনএন