বাস্তবের ‘টম অ্যান্ড জেরি’!
টিভিতে 'টম আর জেরি' কাণ্ড কারখানা দেখে হেসে কুটিকুটি হয়নি এমন মানুষ খুব কমই আছে। বিড়াল টম আর ইঁদুর জেরির ঝগড়া, তাদের খুনসুটি, একজন আরেকজনের পিছে লেগে থাকা- এসব হেসে লুটোপুটি খাওয়ার মতোই।
আর এবার যেন সেই কার্টুনের দৃশ্যই ধরা পড়েছে বাস্তবে। সম্প্রতি এমন এক বিড়াল আর ইঁদুরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
'বিগ আস' নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সোমবার পোস্ট করা হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, গাড়ি পার্কিং এলাকায় একটি বিড়াল ও একটি বড়সড় ইঁদুরকে। ইঁদুরটি সেখানে দাঁড়িয়ে ছিল। তাকে দেখেই বিড়ালটি তাড়া করল। কিন্তু তাড়া খেয়ে পালিয়ে যায়নি ইঁদুরটি। ঘুরে গিয়ে বিড়ালকে পাল্টা তাড়া করল সে। সঙ্গে সঙ্গে পিছিয়ে গেল বিড়ালটি। ইঁদুরটি দাঁড়িয়ে পড়তেই পেছন থেকে আবার তাড়া করল বিড়াল। তখন ইঁদুরটিও আবারও বিড়ালকে তাড়িয়ে বেড়াল।
এই ভিডিওটি 'টম ও জেরি'র স্মৃতি মনে করিয়ে দিয়েছে নেটিজেনদের মনে।