‘টম অ্যান্ড জেরি’ ও ‘পপাই’ পরিচালকের মৃত্যু
৯৫ বছর বয়সে চলে গেলেন তুমুল জনপ্রিয় কার্টুন সিরিজ 'টম অ্যান্ড জেরি' ও 'পপাই'-এর পরিচালক জেইন ডিচ। বৃহস্পতিবার চেক রিপাবলিকের প্রাগ শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয়েছে আজ। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
জেইনের পুরো নাম ইউজেইন ডিচ। ১৯২৪ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোতে তিনি জন্মগ্রহণ করেন। 'টম অ্যান্ড জেরি' ও 'পপাই' ছাড়াও মুরনু, টম টেরিফিক, নানডিক-সহ বেশ কিছু অ্যানিমেটেড কার্টুনের স্রষ্টা তিনি। খবর মেট্রোর।
কর্মজীবনে তিনি ছিলেন আমেরিকার বিমানবাহিনীর একজন ডিজাইনার। সামরিক বাহিনীতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। স্বাস্থ্যগত কারণে ১৯৪৪ সালে তাকে চাকরিচ্যূত করা হয়। এরপরই বাণিজ্যিক শিল্পজগতে প্রবেশ করে কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন তিনি।
১৯৬০ সালে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি হিসেবে 'মুনরো'র জন্য অস্কার জিতেছেন জেইন। এছাড়া শিল্পনির্দেশক হিসেবেও কাজ করেছেন অনেক সিনেমায়। তার সৃষ্টি করা জনপ্রিয় কার্টুন চরিত্রের মধ্যে আরও রয়েছে 'টেলিবল থম্পসন', 'সিডনি দ্য এলিফ্যান্ট', 'গ্যাস্টন লে ক্রেয়ন', 'ক্লিন্ট ক্লোবার' প্রভৃতি।
১৯৬০-এর দশকে রেমব্র্যান্ড ফিল্মের সঙ্গে কাজ শুরু করে 'পপাই' ও 'টম অ্যান্ড জেরি'র অনেকগুলো পর্ব পরিচালনা করেন তিনই। তাছাড়াও টেলিভিশনের জন্য 'ক্রেজি ক্যাট' ও 'দ্য ব্লাফারস' সিরিজও তৈরি করেছেন জেইন।