বিচ্ছেদের পর নিলামে উঠছে ৬০০ মিলিয়ন ডলারের শিল্প সংগ্রহ
বিচ্ছেদের তিন বছর পর আবারও নতুন করে আলোচনায় এসেছেন নিউইয়র্কের রিয়েল এস্টেট ডেভলপার হ্যারি ম্যাকলোয়ি ও তার স্ত্রী লিন্ডা। কারণ সাবেক এই জুটির কয়েক শত মিলিয়ন ডলার মূল্যের চোখধাঁধানো শিল্প সংগ্রহ এবার নিলামে উঠতে যাচ্ছে।
ধারণা করা হচ্ছে, তাদের এই সংগ্রহের বাজারমূল্য সব মিলিয়ে ৬০০ মিলিয়ন ডলারের বেশি। আর তা যদি হয়, তাহলে এটিই হবে এযাবতকালে নিলামে তোলা সবচেয়ে দামী সংগ্রহ, জানিয়েছে সোথবি'স। তাদের সংগ্রহে থাকা ৬৫টি শিল্পকর্মের মধ্যে পাবলো পিকাসো, অ্যান্ডি ওয়ারহল, আলবার্তো গিয়াচোমেত্তি, জেফ কুনস, মার্ক রথকো এবং চাই টোম্বলি'র মতো খ্যাতনামা শিল্পীদের কাজ রয়েছে।
সোথবি'স এর কনটেম্পোরারি আর্ট শাখার চেয়ারম্যান, গ্রেগয়্যার বিলট বলেন, "এটি এমন এক সংগ্রহ যাতে আগে কারও হাত লাগেনি বা স্থানান্তর করা হয়নি। বেশিরভাগ সময়েই আমাদের হাতে যখন এমন সংগ্রহ আসে, অনেকগুলোই বিক্রি হয়ে যায়, আবার কিছু জাদুঘরকে বা পরিবারের সদস্যদের দেওয়া হয়।"
১৯৫৯ সালে বয়স যখন বিশের কোঠায়, তখন বিয়ে করেছিলেন ম্যাকলোয়ি দম্পতি। এরপর থেকে দুজনে একসাথেই সম্পদের পাহাড় গড়েছেন; যার মধ্যে ৭২ মিলিয়ন ডলার মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, একটি ইয়ট ও একাধিক বাণিজ্যিক সম্পত্তি রয়েছে বলে জানায় আদালত। বিয়ের কিছুদিন পর থেকেই শিল্পকর্ম সংগ্রহ শুরু করেছিলেন তারা।
২০১৮ সালে এই যুগলের বিচ্ছেদের প্রক্রিয়া চলার সময় নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ দেন, এই ৬৫ টি শিল্প নিদর্শন বিক্রি করে লভ্যাংশ ভাগাভাগি করে নিতে। সেসময় তাদের দুজনের আলাদা আলাদা ভাড়াটে বিশেষজ্ঞরা এসব শিল্পকর্মের মূল্য সম্পর্কে একটি ধারণাও দিয়েছিলেন। উদাহরণস্বরূপ, গিয়াচোমেত্তির ভাস্কর্য, 'লা নেজ' এর মূল্য ধরা হয়েছিল ৩০ মিলিয়ন ডলার।
আদালতের এমন সিদ্ধান্ত আসার পর সোথবি'স, ক্রিস্টি'স ও ফিলিপ্স এর মতো নিলামকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আক্ষরিক অর্থেই এক যুদ্ধ চলতে থাকে। কারণ প্রত্যেকেই চাইছিল, ম্যাকলোয়িদের শিল্প সংগ্রহ বাজারে আনতে।
গিয়াচোমেত্তির শিল্পকর্ম ছাড়াও, তাদের সংগ্রহে আছে ওয়ারহল এর 'নাইন মেরিলিনস'; যা হলিউড তারকা মেরিলিন মনরোকে নিয়ে শিল্পীর আঁকা একটি বিখ্যাত স্ক্রিনপ্রিন্ট। ফরাসি কবি অ্যাপোলিনিয়ারের সম্মানে, পিকাসোর নকশা করা একটি ভাস্কর্যও আছে সেখানে।
আসছে নভেম্বরে নিউইয়র্কে ম্যাকলোয়িদের সংগ্রহের প্রথম নিলাম অনুষ্ঠিত হবে। কিন্তু তার আগেই কিছু চমৎকার শিল্পকর্ম চলে যাবে তাইপেই, হংকং, লস অ্যাঞ্জেলস, লন্ডন ও প্যারিসে। সেকশন ও চূড়ান্ত বিক্রির প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আগামী বছরের মে মাসে।
বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই নিলামের ঘোষণা দেন সোথবি'স এর সিইও চার্লস স্টুয়ার্ট। তিনি এটিকে 'এযাবতকালে বাজারে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জাদুঘরে রাখার মতো মানসম্পন্ন, আধুনিক-সমসাময়িক শিল্প সংগ্রহের একটি' বলে আখ্যা দেন।
"এই নিলাম শিল্প নিদর্শনের বাজারে এক ইতিহাস তৈরি করবে", বলেন স্টুয়ার্ট।
- সূত্র: সিএনএন