বিয়ারের ক্যানে আশ্রয়কেন্দ্রের কুকুর
আশ্রয়কেন্দ্রে থাকা কুকুরগুলোকে স্থায়ী আবাস পাওয়ায় সহায়তা করতে ব্যক্তিক্রমী উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিয়ার উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান।
অঙ্গরাজ্যের ব্র্যাডেন্টনে অবস্থিত মোটরওয়ার্কস ব্রোয়িং নামের কোম্পানিটি আশ্রয়কেন্দ্রের কুকুরের মুখের ছবি ছেপেছে তাদের বিয়ারের গায়ে।
চলতি মাসে বিয়ারের ক্যানে ছবি হয়ে আসা কুকুরগুলো স্থানীয় একটি প্রাণী আশ্রয়কেন্দ্রের।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটি জানুয়ারির 'ইয়াপ্পি আওয়ারে' (প্রাণীদের নিয়ে কাজ করা স্থানীয় দাতব্য সংস্থাগুলোর জন্য অর্থ উত্তোলন করার মাসিক অনুষ্ঠান) বিয়ারগুলো উন্মুক্ত করে।
মোটরওয়ার্কস ব্রোয়িংয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, বিয়ারের ক্যানে কুকুরছানার পাশাপাশি পোষ মানানো সম্ভব এমন কুকুরের ছবিও প্রকাশিত হয়।
ইয়াপ্পি আওয়ার নামের অনুষ্ঠানে ওই কুকুরগুলোকে সশরীরে হাজিরও করা হয়েছিল।
ছবি জুড়ে দেওয়ায় বিয়ারের ক্যানের ব্যবসা যেমন রমরমা হয়েছে, তেমনি বাড়তি নজর পেয়েছে কুকুরগুলোও।
মোটরওয়ার্কস ব্রোয়িংয়ের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ব্যারি এলওয়াঙ্গার বলেন, অনুষ্ঠানে ক্যানে জায়গা পাওয়া দুটি কুকুর তাদের স্থায়ী আবাস পেয়েছে। এ ছাড়া ৬০০ ক্যান বিয়ার বিক্রি হয়েছে।