লটারির এক টিকেটে সাড়ে ৪০০ কোটি টাকা বাজিমাত
যুক্তরাজ্যের এক লটারিতে পাঁচটি রেগুলার নম্বর এবং দুটি লাকি স্টারের সবগুলো মিলে গেছে। এর ফলে শুক্রবার অনুষ্ঠিত ড্রতে ৩ কোটি ৯৭ লাখ ৭৪ হাজার ৪৬৬ দশমিক ৪০ পাউন্ড বা প্রায় ৪৬২ কোটি ৭৩ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা জিতে নিয়েছেন এক সৌভাগ্যবান।
দেশটির ন্যাশনাল লটারির সিনিয়র উইনারস' অ্যাডভাইজার অ্যান্ডি কার্টার জানান, 'ইউকে ইউরোমিলিয়ন খেলোয়াড়দের জন্য দারুণ এক নববর্ষের সূচনা ঘটল।'
বিজয়ী নম্বরটি হলো- ১৬, ২৮, ৩২, ৪৪ ও ৪৮ এবং লাকি স্টার ০১ ও ০৯।
কার্টার আরও জানান, ইউকে মিলিয়নার মেকার নিউ ইয়ার'স ডে ইভেন্টে বাকি ১০ টিকেট হোল্ডারের প্রত্যেককে ১০ লাখ পাউন্ড করে পাবেন।
২০২১ সালের প্রথম বড় পুরস্কারের এই লটারির টিকেট যারা কিনেছেন, তাদের নম্বর মিলিয়ে দেখার অনুরোধ জানান কার্টার।
- সূত্র: বিবিসি