শেকসপিয়ারের এক বইয়ের দাম সাড়ে ৮৪ কোটি টাকা!
কিংবদন্তি ব্রিটিশ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের প্রথম প্রকাশিত নাট্যসংকলন বুধবার এক নিলামে রেকর্ড ৯.৯৭ মিলিয়ন ডলার বা প্রায় ৮৪ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। ১৬২৩ সালে প্রকাশিত হয়েছিল বইটি।
এই সংকলনে শেকসপিয়ারের ৩৬টি নাটক ছাপা হয়। সে সময়ে বইটির মাত্র ছয় কপি প্রকাশ পায়। নিলামে ওঠা বইটি সেই বিরল ছয় কপিরই একটি।
স্টেফান লওয়েন্থেইল নামে আমেরিকান ব্যক্তিগত এক সংগ্রাহক এটি কিনে নিয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্কের নিলামঘর ক্রিস্টি।
এর আগে, শেকসপিয়ারের প্রথম সংকলনের একটি কপি ২০০১ সালে ৬.১৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়েছিল। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিল এই বিরল বই।
শেকসপিয়ারের মৃত্যুর সাত বছর পর তার বন্ধুরা এই সংকলন প্রকাশ করেছিলেন। এখানে এমন ১৮টি নাটক রয়েছে, যেগুলো এর আগে কখনো প্রকাশ পায়নি এবং সম্ভবত হারিয়ে গিয়েছিল।
বলে রাখা ভালো, 'হ্যামলেট', 'রোমিও অ্যান্ড জুলিয়েট', 'ম্যাকবেথ' ও 'ওথেলো'সহ বেশকিছু ইতিহাসখ্যাত নাটকের রচয়িতা উইলিয়াম শেকসপিয়ারকে অনেকেই সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য করে।
- সূত্র: রয়টার্স