সরকারি ভাতা পেতে মৃত মাকে মমি করে রাখলেন ছেলে!
অস্ট্রিয়ার পুলিশ সম্প্রতি ৮৯ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে। তিনি আরও এক বছর আগেই মারা গিয়েছেন। কিন্তু তার ছেলে মায়ের নামে সরকারি ভাতা পাওয়ার উদ্দেশ্যে মায়ের মৃত্যুর কথা চেপে যান এবং তার দেহকে মমি করে রাখে্ন।
এক বিবৃতিতে অস্ট্রিয়ান পুলিশ জানায়, মৃত ওই নারী ডিমেনশিয়াতে ভুগছিলেন এবং গত বছরের জুনে তার মৃত্যু হয়।
কিন্তু তার ৬৬ বছর বয়সী ছেলে ভাতার টাকা পাওয়ার জন্য এই ঘটনা সবার কাছ থেকে গোপন করেন।
অস্ট্রিয়ার টাইরল অঞ্চলের ইনসব্রুক শহরে নিজের মাকে নিয়ে বসবাস করতেন সন্দেহভাজন ওই ব্যক্তি। তদন্তে তিনি স্বীকার করেন, মা মারা যাওয়ার পর তিনি তার দেহকে বরফ দিয়ে ভূগর্ভস্থ কক্ষে সংরক্ষণ করেন। এরপর তিনি মায়ের সারা শরীর ব্যান্ডেজ দিয়ে ঢেকে দেন, যাতে মৃতদেহ থেকে কোনো তরল নিঃসৃত হলে ব্যান্ডেজ তা শুষে নেয়।
"তিনি মায়ের সারা দেহ ক্যাট লিটার দিয়ে ঢেকে দেন এবং অবশেষে দেহটিকে মমিকরণ করেন", বলেন পুলিশের সোশ্যাল ফ্রড ইউনিটের দায়িত্বরত কর্মকর্তা, হেলমুট গাফলার।
সন্দেহভাজন ব্যক্তির ভাই যখন মায়ের খোঁজ নিতে আসেন, তখন তিনি জানান, তাদের মা হাসপাতালে আছেন। পুলিশ জানায়, মায়ের নামে প্রতি মাসে ডাকযোগে তিনি সরকারি ভাতা পেতেন। কিন্তু সম্প্রতি নতুন এক পোস্টম্যান ভাতার কাগজপত্র দেখতে চাইলে, তিনি তা দেখাতে অস্বীকার করেন। এরপর পোস্টম্যান বিষয়টি কর্তৃপক্ষকে জানান এবং তারা এসে গত রবিবার মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশের সূত্র জানিয়েছে, মৃত মায়ের নাম ভাঙিয়ে ওই ব্যক্তি গত বছরের জুন থেকে এখন পর্যন্ত ৫০,০০০ (৪২,৭৫০ পাউন্ড) ইউরো আত্মসাৎ করেছেন। তিনি নিজের মাকে খুন করেছেন কিনা, তার জন্য একটি ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
আপাতত, ওই ব্যক্তিকে লাশ লুকানো ও সরকারি ভাতা জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
সূত্র- দ্য গার্ডিয়ান