স্পেনের লাইব্রেরিতে শেক্সপিয়ারের ৩৮৬ বছর পুরনো নাটকের বই আবিষ্কার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/09/29/shakespeare-_drama_book.jpg)
উইলিয়াম শেক্সপিয়রের লিখিত শেষ নাটকটির ১৬৩৪ সালের দুর্লভ মুদ্রণ সংস্করণ খুঁজে পেয়েছেন স্পেনের একজন সাহিত্য ইতিহাসবিদ। খবর বিবিসি নিউজের রিভাল অ্যাল্ডারসনের।
ইউনিভার্সিটি অব বার্সেলোনার অধ্যাপক জন স্টোন রয়্যাল স্কটস কলেজের লাইব্রেরিতে 'দ্য টু নোবেল কিনসম্যান' ইংরেজি সাহিত্যের নাটকের সমগ্রে খুঁজে পান। ভুলবশত লাইব্রেরির দর্শন শাখায় রাখা হয়েছিল বইটি। ৩৮৬ বছর পুরনো বইটি স্পেনে পৌঁছানো শেক্সপিয়রের বইগুলোর প্রথমদিককার বলে ধারণা করা হচ্ছে।
১৬১৩ থেকে ১৬১৪ সালের মধ্যে নাট্যকার জন ফ্লেচারের সাথে যৌথভাবে এটি লিখেন শেক্সপিয়ার, তবে প্রকাশিত হয়েছিল ১৬৩৪ সালে। ইংল্যান্ডের স্ট্রাটফোর্ড-আপন-আভনে অবসর নিয়ে ১৬১৬ সালে ৫২ বছর বয়সে মারা যান শেক্সপিয়ার, দ্য টু নোবেল কিনসম্যান এর কিছুদিন আগেই লেখা এবং তার লিখিত শেষ নাটক।
নোটস অ্যান্ড কোয়েরিস জার্নালে জন স্টোন লিখেন, ইংল্যান্ড অথবা স্কটল্যান্ডে থেকে আসা কোনো ব্যক্তি ১১টি নাটকের এই সমগ্র নিয়ে এসেছিলেন, সবগুলোই ১৬৩০ থেকে ১৬৩৫ সালের মধ্যে প্রকাশিত। স্টোন এক বিবৃতিতে জানান, 'বইটি কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত সংগ্রহশালার জন্য কিংবা রয়্যাল স্কটস কলেজের রেক্টর হিউ সেম্পলের অনুরোধে স্পেনে এসেছিল। সেম্পল স্প্যানিশ নাট্যকার লোপে দে ভেগার বন্ধু ছিলেন এবং তার নিজের সংগ্রহে আরও অনেক বই ছিল।'
তিনি আরও জানান, ইংরেজি নাটকগুলো অভিজাত সংস্কৃতির অনুষঙ্গ ছিল এবং সেম্পল তার রাজনৈতিক মতাদর্শের কারণে লন্ডনের সাংস্কৃতির সংস্পর্শে থাকতেন। রয়্যাল স্কটস কলেজ ১৬২৬ সালে মাদ্রিদে প্রতিষ্ঠিত হয়, তারপর ১৭৭১ সালে ভাল্লাদয়িদ ও ১৯৮৮ সালে সালামাঙ্কায় স্থানান্তরিত হয়।
স্টোন বিবিসি নিউজকে জানান, স্কটিশদের ক্ষুদ্র এই অংশই স্প্যানিশ ও ইংরেজি ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যকার বুদ্ধিবৃত্তিক সেতু ছিল। ১৭ শতকে ধর্মীয় ও রাজনৈতিক সেন্সরশিপের কারণে স্পেনে ইংরেজি বই দুর্লভ বস্তু ছিল। তবে যেকোনো প্রয়োজনীয় বই আমদানির বিশেষ অনুমতি ছিল রয়্যাল স্কটস কলেজের।
জেফরি চসারের দ্য নাইটস টেইল এর উপর ভিত্তি করে লেখা হয়েছে দ্য টু নোবেল কিনসম্যান। রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি ২০১৬ সালে এই নাটকটির মঞ্চায়ন করে।
শেক্সপিয়রের রোমিও জুলিয়েট, ম্যাকবেথ এবং হ্যামলেটের মতো জনপ্রিয় নাটকগুলোর তুলনায় দ্য টু নোবেল কিনসম্যান খুব কমই মঞ্চায়িত হয়েছে। ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে প্রায় ১৬০০ টি প্রোডাকশনের হিসাব অনুযায়ী, নাটকটি এসময়ে মাত্র ৯ বার মঞ্চায়িত হয়েছে। অন্যদিকে ১১৮ বার মঞ্চায়নের মাধ্যমে এই তালিকার শীর্ষে আছে 'আ মিডসামার নাইটস ড্রিম'।