৬ ফুট মূর্তি বানিয়ে ট্রাম্পের পূজা
যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই আক্রমণাত্মক বক্তব্য ও শরীরী ভাষার জন্য জাতীয়তাবাদীদের প্রিয় পাত্রে পরিণত হন রিপাবলিকান পার্টির আনকোরা নেতা ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরও তার সে জনপ্রিয়তা অব্যাহত থাকে। সে সময় থেকে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজনও ট্রাম্পের প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করতে থাকেন।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বাঘা প্রার্থী হিলারি ক্লিনটনকে হারানোর পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের চাঁদপুরের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
তিন বছর আগে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে স্থানীয় দৈনিক চাঁদপুর বার্তায় বিজ্ঞাপন প্রকাশ করেছিলেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান।
তবে ভারতের তেলেঙ্গানা রাজ্যের বুসা কৃষ্ণ তার চেয়ে এক ধাপ এগিয়ে। ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজ বাড়ির কাছে ট্রাম্পের ছয় ফুট মূর্তি বানিয়ে প্রতিদিনই পূজা করেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, আগামী ২৪-২৫ ফেব্রুয়ারি ট্রাম্পের ভারত সফরের সময় তার সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুসা।
তিনি বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) বলেন, “আমি ভারত-আমেরিকার মজবুত সম্পর্ক দেখতে চাই। ট্রাম্পের দীর্ঘায়ুর জন্য প্রতি শুক্রবার উপবাস করি। আমি তার ছবি সঙ্গে রাখি; কোনো কাজ শুরুর আগে তার নাম জপি। আমি তার সঙ্গে দেখা করতে চাই। এ স্বপ্ন পূরণে সরকারের প্রতি অনুরোধ জানাই।”
ট্রাম্পের প্রতি ভক্তি নিয়ে বুসা আরও বলেন, “তিনি আমার কাছে ভগবানের মতো; এ কারণে তার মূর্তি বানিয়েছি। এই মূর্তি বানাতে ১৫ জন শ্রমিকের এক মাস লেগেছে।”
বুসা কৃষ্ণের বন্ধুরা এএনআইকে জানান, তেলেঙ্গানার জনগাঁও জেলার কন্নয় গ্রামের এ ট্রাম্পভক্তকে গ্রামবাসী ‘ট্রাম্প কৃষ্ণ’ ডাকা শুরু করেছেন। বুসার বাড়ি ‘ট্রাম্প হাউজ’ হিসেবে পরিচিতি পেয়ে গেছে।