‘আচ্ছা’ এখন ইংরেজি শব্দ!
আপনি কি জানেন, এ বছরের শুরুতে প্রকাশিত অক্সফোর্ড ডিকশনারির সর্বশেষ সংস্করণে প্রায় ৩৮৪টি 'দেশি' (ওরফে, ইন্ডিয়ান ইংলিশ) শব্দ জায়গা করে নিয়েছে? অবশ্য, এই ৩৮৪টি শব্দের সবগুলোই যে এবারই প্রথম জায়গা পেল, তা কিন্তু নয়।
অক্সফোর্ড অ্যাডভান্সড লারনার্স ডিকশনারির সর্বশেষ সংস্করণে নতুন যে ২৬টি ইন্ডিয়ান ইংলিশ শব্দ অন্তর্ভুক্ত হয়েছে, তার মধ্যে মুদ্রিত সংস্করণে রয়েছে ২২টি। বাকি চারটি শব্দ শুধু অনলাইন সংস্করণে অন্তর্ভুক্ত।
তেলেগু, উর্দু, তামিল, হিন্দি ও গুজরাটি প্রভৃতি ভাষা থেকে এইসব শব্দগুলোর উৎপত্তি। অক্সফোর্ডের সর্বশেষ সংস্করণে জায়গা পাওয়া এই ৩৮৪ শব্দের অনেকগুলোই আমরা, বাংলাদেশিরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি।
এ রকমই একটি শব্দ, 'আচ্ছা' ('Accha')। আমরা কেউ কেউ অবশ্য ইংরেজি হরফে 'Achcha'ও লিখি।
মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ডিকশনারির অনলাইন সংস্করণে এই শব্দের দুটি অর্থ দেওয়া হয়েছে।
প্রথমত, এটি কোনো বিষয়ে সহমত প্রকাশের ক্ষেত্রে ইংরেজি 'Okay'র সমার্থক শব্দ। দ্বিতীয়ত, বিস্ময়, আনন্দ কিংবা মর্মাহত হওয়ার একটি আবেগাত্মক প্রকাশ হিসেবেও ব্যবহৃত হয় 'আচ্ছা' শব্দটি। ভেবে দেখুন, আমরাও কিন্তু দৈনন্দিন জীবনে এই দুই ধরনের অর্থ প্রকাশে শব্দটির হরদম ব্যবহার করি!