মিমস বা রিলস দেখতে দেখতে বেখেয়াল? অক্সফোর্ড ডিকশনারির সেরা শব্দ এবার সেটিই
আপনি কি বেখেয়াল ভঙ্গিতে ইন্সটাগ্রামের রিলস কিংবা টিকটক ভিডিও দেখতে দেখতে ঘণ্টার পর ঘণ্টা পার করে দিচ্ছেন? তাহলে সম্ভবত আপনি 'ব্রেইন রট' নামক প্রবণতায় ভুগছেন। যে শব্দটি চলতি বছর অক্সফোর্ডের 'ওয়ার্ড অব দ্য ইয়ার' হয়েছে।
'ব্রেইন রট' বলতে মূলত অত্যধিক নিম্নমানের অনলাইন কন্টেন্ট দেখার উদ্বেগজনক প্রভাবকে বোঝায়। বিশেষত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ২০২৩ থেকে ২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ ভাগ বেড়ে গেছে।
মনোবিজ্ঞানী ও অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান্ড্রু প্রজিবিলস্কি বলেন, "শব্দটির জনপ্রিয়তা আমরা যে সময়ের মধ্যে বাস করছি তা প্রকাশ করে।"
ব্রেইন রট আরও পাঁচটি শর্টলিস্ট করা শব্দের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে। যার মধ্যে 'ডিমিউর', 'রোমান্টিসি' ও 'ডাইনামিক প্রাইসিং' অন্যতম।
ব্রেইন রট কী?
'ব্রেইন রট' শব্দটি দিয়ে একজন ব্যক্তির মানসিক বা বুদ্ধিবৃত্তিক অবস্থার অনুমিত অবনতির বিষয়টি সংজ্ঞায়ন করা হয়। বিশেষ করে নিম্নমানের কন্টেন্ট হিসেবে বিবেচিত কন্টেন্ট অত্যধিক দেখার ফলাফল হিসাবে এমনটা হয়।
শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৮৫৪ সালে; ইন্টারনেট আবিস্কারেরও বহু বছর আগে। হেনরি ডেভিড তার বই 'ওয়ালডেন' এ এটি ব্যবহার করেন। যেখানে লেখক সমাজের জটিল ধারণাকে অবমূল্যায়ন করার প্রবণতা এবং এর ফলে মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার অবনমনের বিষয়ে সমালোচনা করে।
'ব্রেইন রট' শব্দটি প্রথমদিকে সোশ্যাল মিডিয়ায় 'জেন জি' আর 'জেন আলফা' কমিউনিটির মানুষের মধ্যে ব্যবহার হওয়া শুরু হয়। তবে বর্তমানে মূলধারার কমিউনিটিতেও নিম্নমানের কন্টেন্টকে ব্যাখ্যা করতে এটি ব্যবহৃত হচ্ছে।
অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের প্রেসিডেন্ট ক্যাসপার গ্রাথওহল বলেন, "গত দুই দশকের অক্সফোর্ড 'ওয়ার্ড অফ দ্য ইয়ার' এর দিকে ফিরে তাকালে আপনি দেখতে পাবেন যে। কীভাবে আমাদের ভার্চুয়াল জীবন বিকশিত হচ্ছে। একইসাথে ইন্টারনেট সংস্কৃতি ঠিক করে দিচ্ছে আমরা কে এবং আমরা কী নিয়ে কথা বলি সেটি।"
ক্যাসপার গ্রাথওহল বলেন, "গত বছরের বিজয়ী শব্দ ছিল 'রিজ'। অনলাইন কমিউনিটির মাঝে কীভাবে ভাষা ক্রমবর্ধমানভাবে গঠন ও আকৃতি লাভ করছে এটি সেটির বেশ ভালো উদাহরণ। ব্রেইন রট ভার্চুয়াল জীবনে অনুভূত বিপদের পাশাপাশি আমরা কীভাবে আমাদের অবসর সময় কাটাচ্ছি সেটি তুলে ধরে।"
রিজ জেন জি প্রজন্মের এক পরিচিত শব্দ। আসলে এই প্রজন্ম প্রায় সব বড় শব্দকেই নিজেদের মতো সংক্ষিপ্ত করে নতুন শব্দ তৈরি করছে। ধারণা করা হয়, কারিজমা শব্দটি (যার অর্থও ব্যক্তির আকর্ষক সক্ষমতা) থেকে মাঝের অংশটি বের করে বানানো একটি শব্দ 'রিজ' ।
অন্যদিকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ছাড়াও কলিন্স ডিকশনারিতে চলতি বছরের 'ওয়ার্ড অব দ্য ইয়ার' হয়েছে 'ব্র্যাট। এটি মূলত চার্লির ভাইরাল অ্যালবাম থেকে নাম এসেছে। যার অর্থ আত্মবিশ্বাসী ও স্বাধীন মনোভাব।
অনুবাদ: মোঃ রাফিজ খান