১৮ বছরের কম বয়সীদের জন্য স্মার্টফোন ব্যবহার বন্ধ হলো ভারতের এক গ্রামে
১৮ বছরের কম বয়সীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হলো ভারতের একটি গ্রামে। করোনা মহামারির সময়ে শিশুরা ভিডিও দেখা ও গেইম খেলার কারণে মাত্রাতিরিক্ত মুঠোফোন ব্যবহারে আসক্ত হয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর গাগ্যাজেট-এর।
চলতি মাসে (১১ নভেম্বর) মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভের বংশী গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভায় নেওয়া এ সিদ্ধান্তকে অভিভাবকরাও সমর্থন করেছেন।
গ্রামপ্রধান গজানন তালে বলেন, 'কোভিড-১৯-এর সময় তারা ফোনের প্রতি আসক্ত হয়ে গেছে। সারাদিন ফোনের নেশায় বুঁদ হয়ে থাকছে তারা।' এছাড়াও এই বয়সটি (১৮'র কম) স্মার্টফোন ব্যবহারের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন তিনি।
সিদ্ধান্ত অমান্য করলে জরিমানা হিসেবে ২০০ রুপি দিতে হবে কিশোরকিশোরীদের। কিন্তু পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন এ নিয়ম ভঙ্গ করলেই জরিমানা করা হবে তা নয়। প্রথমবারের মতো অমান্য করলে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করা হবে বলে নিশ্চয়তা দেয় পঞ্চায়েত।
ভারতে এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত মাসে একই রাজ্যের সাংলি জেলার ভাদগাঁও গ্রামে 'ডিজিটাল ডিটক্স' নিয়ম চালু করা হয়। এই নিয়মানুসারে প্রতিদিন সন্ধ্যা সাত টায় স্থানীয় মন্দির থেকে একটি সাইরেন বাজানো হয়, যা শুনে গ্রামবাসীরা বোঝেন, দেড় ঘণ্টার জন্য মোবাইল ফোন ও টেলিভিশন ব্যবহার বন্ধ করতে হবে।