রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় ভারতে এক ব্যক্তির ৬ মাস কারাদণ্ড
নিজের পোষা গরুকে রাস্তায় একা ছেড়ে দেওয়ায় এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আদালত। খবর বিবিসির।
গরুকে নিয়ন্ত্রণহীনভাবে রাস্তায় ছেড়ে দেওয়ায় আর মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে প্রকাশ জয়রাম দেশাই নামের ওই ব্যক্তিকে এ দণ্ড দেওয়া হয়।
আদালত রায়ের পর বলেন, এ ধরনের কাজ দিন দিন বাড়ছে, তাই ন্যায়বিচার নিশ্চিত করতে তাকে এ শাস্তি দেওয়া হয়েছে।
ভারতে গরু পবিত্র প্রাণী, গুজরাটসহ দেশটির ১৮টি রাজ্যে গোহত্যা বেআইনি।
২০১৭ সালে গুজরাট রাজ্যের গরু সুরক্ষা আইন কঠোর করে জানিয়েছিল, গোহত্যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
এ সিদ্ধান্তের পরই রাস্তায় গরু ছেড়ে দেওয়ার ঘটনা বেড়ে যায়।
দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন বলছে, আদালত সাম্প্রতিক এ রায়ের আদেশে বলেছেন, গরুকে রাস্তায় ছেড়ে দেওয়ায় মানুষের প্রাণহানি হচ্ছে, অনেকে আহত হয়েছে।
গত সেপ্টেম্বরেই গুজরাটের গরুর শেল্টারগুলোর দায়িত্বে থাকা দাতব্য সংস্থাগুলো প্রতিশ্রুত সরকারি সহায়তা না পেয়ে রাস্তায় গরু ছেড়ে দিয়ে প্রতিবাদ জানিয়েছিল।