বিশ্বের সবচেয়ে বড় ‘পরিধানযোগ্য কেক’! গিনেস রেকর্ড গড়লেন সুইস বেকার
বিশ্বের সবচেয়ে বড় 'পরিধানযোগ্য কেক-ড্রেস' তৈরি করে গিনেস বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন সুইজারল্যান্ডের এক বেকার। সুইজারল্যান্ডের বার্ন শহরে সুইস ওয়েডিং ওয়ার্ল্ড এক্সপো'তে কেক দিয়ে গাউনের আকারে বানানো এই পোশাকটি প্রদর্শন করা হয়।
সুইটিকেকস জিএমবিএইচ বেকারির বেকার নাতাশা কলিন কিম ফাহ লি ২৮৯ পাউন্ড ১৩ আউন্স ওজনের এই কেকটি তৈরি করেন বলে জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
কেক দিয়েই তৈরি করা সাদা গাউনটি দেখে বোঝার উপায় নেই যে এটি সত্যিকারের কাপড়ের গাউন নয়! গিনেস কর্তৃপক্ষের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, কেক-ড্রেসটি মডেলের গায়ে থাকা অবস্থায়ই সেটি থেকে কেক কেটে নিয়ে খাচ্ছেন অনেকে!
সূত্র: ইউপিআই