উৎপাদনের জন্য বাংলাদেশের কথা ভাবছে রাশিয়ার বড় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান
পোশাক ও জুতা প্রস্তুতকারী রাশিয়ান প্রতিষ্ঠান গ্লোরিয়া জিন্স রাশিয়ায় তার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। ইতিমধ্যে সালস্ক এলাকায় অবস্থিত একটি সেলাই কারখানা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের অন্য কারখানায় সংশ্লিষ্ট পদে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
রাশিয়াজুড়ে বর্তমানে গ্লোরিয়া জিন্সের ১৮টি কারখানা রয়েছে। কারখানা বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনের জন্য ভিয়েতনাম, বাংলাদেশ কিংবা উজবেকিস্তানের কথা ভাবছে। এসব দেশে তুলার সরবরাহ স্থিতিশীল এবং উন্নত শিল্প প্রতিষ্ঠান রয়েছে। যার ফলে কাঁচামালের কোনো অসুবিধা হবে না এবং একদিক থেকে এতে অর্থও সাশ্রয় হবে।
এতদিন রাশিয়ার পোশাক ব্র্যান্ডগুলোর জন্য প্রাথমিক গন্তব্য ছিল চীন। ফ্যাশনশিল্পের সঙ্গে জড়িত এক প্রতিনিধি এ বিষয়ে জানান, বর্তমানে শ্রমিক মজুরি বাংলাদেশ কিংবা উজবেকিস্তানের তুলনায় অনেক বেশি হওয়ায় ব্র্যান্ডগুলোর কাছে চীনের কদর কমছে।
রাশিয়ায় পোশাক খাতে দক্ষ কর্মীর সংকট দিন দিন বাড়ছে। সংকট দেখা দিয়েছে ভালো মানের স্থানীয় উপকরণেরও। যে কারণে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো।