এবার ট্রাক্টর দিয়ে পিকাসোর সর্ববৃহৎ পোর্ট্রেট আঁকা হলো!
ইতালির ভেরোনার কাস্তানারোতে পতিত জমিতে স্প্যানিশ শিল্পী পাবলো পিকাসোর ছবি একেছেন ইতালিয়ান ভূমি শিল্পী দারিও গ্যাম্বারিন। ট্রাক্টর দিয়ে এই ছবিটি একেছেন তিনি, খবর দ্য গার্ডিয়ানের।
গ্যাম্বারিন জানিয়েছেন, তিনি পিকাসোর ১৯০৭ সালের একটি আত্মপ্রতিকৃতি দেখে অনুপ্রাণিত হয়ে এটি এঁকেছেন। তার দাবি, তার আঁকা ছবিটিই বিশ্বে পিকাসোর সবচেয়ে বড় পোর্ট্রেট।
১৯৭৩ সালে ফ্রান্সের মুজান অঞ্চলে মৃত্যুবরণ করেন বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো।
এর আগেও উত্তরা ইতালির একটি মাঠে হাই-প্রোফাইল ব্যক্তিদের পোর্ট্রেট এঁকে খবরে এসেছেন গ্যাম্বারিন। ২০১৩ সালের নভেম্বরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ৫০তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে কাস্তানারোতে তার বিশালাকার পোর্ট্রেট আঁকেন।
একই বছরে গ্যাম্বারিন ট্রাক্টর, লাঙল ও মই নিয়ে ২৫০০০ বর্গফুটের একটি মাঠে পোপ ফ্রান্সিসের ছবি তৈরি করেন। সিরিয়ায় শান্তির জন্য পোপ একদিনের উপবাস ও প্রার্থনা ঘোষণা করার পর তিনি নিজের মা-বাবার মালিকানায় থাকা মাঠে পোপের ছবিটি আঁকেন।
এছাড়াও, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে গ্যাম্বারিন তার ট্রাক্টর দিয়ে একটি মাঠে ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি আঁকেন। ছবিতে ট্রাম্পের বাম কাঁধের নিচে ইতালিয়ান ভাষায় লেখা ছিল 'চাও'… ইতালিয়ান ভাষায় যা অভ্যর্থনা জানাতে ব্যবহৃত হয়।
ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনেরও একই রকম একটি পোর্ট্রেট এঁকেছিলেন গ্যাম্বারিন।