এআই-র আঁকা অ্যালান টুরিং-এর পোর্ট্রেট নিলামে ১১ লাখ ডলারে বিক্রি
ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং-এর একটি পোর্ট্রেট, নিলামে প্রায় ১১ লাখ ডলারে বিক্রি হয়েছে। তবে ছবিটি কোনো মানুষ আঁকেননি, এঁকেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি হিউম্যানোয়েড রোবট।
ইংল্যান্ডের এক প্রাক্তন গ্যালারিস্ট, আইডেন মেলার প্রায় ৩০ সদস্যের একটি দল নিয়ে রোবটটি তৈরি করেছেন। উনিশ শতকের গণিতবিদ এবং বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে পরিচিত 'আডা লাভলেস'-এর সম্মানে, রোবটটির নাম রাখা হয়েছে 'এআই-ডা'।
এই পোর্ট্রেটটি সোথবি'র ডিজিটাল আর্ট নিলামে প্রদর্শিত হয়েছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এর দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারের মধ্যে হবে। পরে যুক্তরাষ্ট্রের এক গোপন ক্রেতার কাছে ১১ লাখ ডলারে বিক্রি হয়।
মেলর জানান, এই বিক্রির টাকা রোবটটির নতুন ডিজাইন উন্নত করতে ব্যবহার হবে। "এআই-ডা এখন তার তৃতীয় পেইন্টিং আর্ম ব্যবহার করছে," তিনি বলেন।
এটি প্রথমবার নয়, যে একটি এআই দ্বারা তৈরি শিল্পকর্ম নিলামে বিক্রি হয়েছে। ২০১৮ সালে, ক্রিস্টি'স একটি ফরাসি স্টার্টআপ দ্বারা তৈরি একটি অ্যালগরিদম ব্যবহার করে তৈরি চিত্র ৪ লাখ ৩২ হাজার ৫০০ ডলারে বিক্রি করেছিল। শিল্পী রেফিক আনাদল ২০২১ সালের এনএফটি বিপ্লবের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি 'মেশিন হ্যালুসিনেশন' নামে একাধিক শিল্পকর্ম মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন।
এই চিত্রটি তৈরি করতে, এআই-ডা প্রথমে টুরিংয়ের একটি ছবি বিশ্লেষণ করে এবং তার মুখের বিভিন্ন অংশের ওপর ভিত্তি করে ১৫টি আলাদা ছবি আঁকে। পরে, এই ছবিগুলো থেকে একটি পোর্ট্রেট তৈরি করা হয় এবং তা থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে সম্পন্ন করা হয়।