খাঁচা থেকে পালিয়ে 'বনের রাজা'র শহর ভ্রমণ!
লোকালয়ে হেঁটে বেড়াচ্ছে সিংহ। বিষয়টি একইসঙ্গে যেমন অদ্ভুত, তেমনি আতঙ্কেরও। তবে এমনটিই ঘটেছে ইতালির উপকূলীয় শহর লাদিসপোলিতে।
শহরের রাস্তায় ঘুরে বেড়ানো সিংহটির নাম 'কিম্বা'। 'বনের রাজা' হয়েও সে বন্দি 'রনি রোলার' সার্কাস কোম্পানির খাঁচায়। সার্কাসে নানা কসরত দেখানো- এই তার জীবন।
তবে গত শনিবার স্থানীয় সময় দুপুরে সার্কাস কর্তৃপক্ষের চোখে ধুলা দিয়ে খাঁচা থেকে বেরিয়ে যায় সিংহটি। এরপর ঘুরে বেড়াতে শুরু করে শহরের অলিতে-গলিতে। মুহূর্তেই সেই খবরে হৈচৈ পড়ে যায়। অনেকের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কর্তৃপক্ষ হন্যে হয়ে খুঁজতে শুরু করে। প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর শেষ পর্যন্ত সিংহটিকে ধরতে সক্ষম হয় কর্তৃপক্ষ।
স্থানীয়দের অনেকে ঘরের জানালা দিয়ে শহরে সিংহের ঘুরে বেড়ানোর দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে সিংহটিকে শহরের পিচঢালা সড়কে ঘুরে বেড়াতে দেখা যায়। পথে একটি পুলিশের গাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল সিংহটি।
সিংহটি কীভাবে লোহার তৈরি খাঁচার ভেতর থেকে বেরিয়ে গেল সেটি তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।
সার্কাসের পশুগুলোর দেখভাল ও প্রশিক্ষণের দায়িত্বে থাকা রনি ভাসসালো বলেন, 'যা ঘটেছে সেটি সত্যিই অদ্ভুত....আমরা শুধু বলতে পারি যে একটি সিংহের খাঁচার দরজার ছিটকিনি খোলা কিংবা তালা ভাঙার ক্ষমতা নেই।'
গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে স্থানীয় মেয়র আলেসান্দ্রো গ্রান্দো জানান, তিনি কাউন্সিল বিশেষজ্ঞদের কাছে সার্কাস প্রতিষ্ঠানটির অনুমতি প্রত্যাহার করার আইনি ভিত্তি আছে কি না সে বিষয়ে কথা বলবেন।
চলতি মাসের ৯ থেকে ১৯ তারিখ পর্যন্ত লাদিসপোলি শহরে ভ্রাম্যমাণ এ সার্কাস অনুষ্ঠানের সূচি নির্ধারিত।
অনেকেই সিংহটির খাঁচায় বন্দি জীবন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। লাদিসপোলির বাসিন্দা জিসেপ আলতাভিয়া বলেন, 'আমি দুঃখিত, কারণ সিংহটি কারাগারে রয়েছে। উপযুক্ত পরিবেশেই তার থাকা উচিত।'