নিয়মিত গোসল না করায় বিবাহবিচ্ছেদ চেয়ে স্ত্রীর মামলা!
তুরস্কের এক নারী সম্প্রতি তার স্বামীর বিরুদ্ধে নিয়মিত গোসল না করার অভিযোগে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেছেন।
ওই নারীর দাবি, তার স্বামী খুব কম গোসল করেন, তাই স্বামীর ঘামের দুর্গন্ধে তিনি অসহ্য হয়ে গেছেন।
এছাড়াও তার স্বামী সপ্তাহে মাত্র এক বা দু'বার দাঁত ব্রাশ করেন বলেও অভিযোগ করেন তিনি।
তুর্কি সংবাদমাধ্যমে ওই নারীকে এওয়াই এবং তার স্বামী সিওয়াই বলে সম্বোধন করা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এওয়াই তার স্বামী সিওয়াইয়ের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।
বাদীপক্ষের আইনজীবী আঙ্কারার ১৯তম পারিবারিক আদালতকে বলেন, আসামি একটানা কমপক্ষে পাঁচ দিন একই পোশাক পরে থাকতেন এবং খুব কমই গোসল করতেন; তাই সবসময় তার গায়ে ঘামের দুর্গন্ধ থাকত।
পারিবারিক আত্মীয় এবং এমনকি স্বামীর কিছু সহকর্মীকে অভিযোগের সত্যতা প্রমাণে সাক্ষ্য দিতে আদালতে হাজির করা হয়েছিল।
তারা সবাই আসামির ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতার তথ্য নিশ্চিত করেছে।
আদালত ওই নারীর বিবাহবিচ্ছেদের অনুরোধ মঞ্জুর করেছেন এবং স্বামীকে তার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতা সহ্য করার জন্য তার সাবেক স্ত্রীকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ তুর্কি লিরা (১৬ হাজার ৫০০ ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এওয়াইয়ের আইনজীবী সেনেম ইলমাজেল তুরস্কের সংবাদপত্র সাবাহকে বলেন, 'স্বামী-স্ত্রীকে অবশ্যই যৌথ জীবনের দায়িত্ব পালন করতে হবে। যদি আচরণের কারণে যৌথ জীবন অসহনীয় হয়ে ওঠে, তাহলে অন্য পক্ষের বিবাহবিচ্ছেদ চাওয়ার অধিকার রয়েছে।'
তিনি বলেন, 'মানবিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এজন্য আমাদের আচরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দুটোর দিকেই নজর দিতে হবে।'
তুর্কি নাগরিক আইনে বিবাহ বিচ্ছেদের আইনগত কারণগুলোকে দুটি বিভাগে ভাগ করা হয়, বিশেষ কারণ ও সাধারণ কারণ।
সাধারণ কারণ বলতে এমন সমস্যাকে বোঝায়, যা এক বা উভয় পক্ষের জীবনকে অসহনীয় করে তোলে।
রিজিয়নাল কোর্ট অব জাস্টিস এবং সুপ্রিম কোর্ট অব আপিল উভয়ই এই ঘটনায় স্বামীর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতাকে বিবাহবিচ্ছেদের বৈধ কারণ হিসেবে রায় দিয়েছেন।
আদালতের নথিতে দেখা গেছে, সাক্ষীদের সাক্ষ্য অনুসারে, সিওয়াই প্রতি ৭-১০ দিনে সাধারণত একবার গোসল করতেন এবং সপ্তাহে কেবল একবার বা দু'বার দাঁত ব্রাশ করতেন, যার কারণে তার নিঃশ্বাসে 'অসহনীয় দুর্গন্ধ' ছিল।
মজার ব্যাপার হলো, ওই ব্যক্তির কয়েকজন সহকর্মীও এই মামলায় সাক্ষী হিসেবে হাজির হন এবং বলেন, সিওয়াই শরীরের দুর্গন্ধের কারণে তার সঙ্গে কাজ করাটা রীতিমতো নির্যাতনের মতো।
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতার জন্য এর আগেও বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে।
২০১৮ সালে তাইওয়ানের এক ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স দেন।
কারণ হিসেবে ওই ব্যক্তি জানান, তার স্ত্রী বছরে একবার গোসল করেন।
এর তিন বছর পরে ভারতে এরকম একটি ঘটনা সামনে আসে।
সেসময় ওই ব্যক্তি প্রতিদিন গোসল না করার অভিযোগে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান।
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি