বানর শেক্সপিয়ার টাইপ করার আগে পৃথিবীরই মৃত্যু ঘটে যাবে: গবেষণা
একটি পুরোনো তত্ত্ব বলে, একটি বানর যদি অসীম সময় ধরে একটি টাইপরাইটারে বিচ্ছিন্নভাবে টাইপ করতে থাকে তাহলে এটি শেক্সপিয়ারের পুরো সাহিত্যকর্ম লিখে ফেলতে পারবে।
এক্ষেত্রে বানরকে কেবল একটি প্রতীক হিসেবে ধরা হয়েছে। অসীম সময় ধরে এলোমেলোভাবে অক্ষর টাইপ করতে পারে এমন যেকোনো কিছু—যেমন কোনো কম্পিউটার প্রোগ্রাম, অথবা চোখ বন্ধ করে এলোমেলোভাবে কী-বোর্ড চাপা কোনো ব্যক্তিও এখানে বানরের পরিবর্তে কল্পনা করা যেতে পারে।
তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার দুই গণিতবিদ, স্টিফেন উডকক ও জে ফ্যালেটা, এই তত্ত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের গবেষণায় বলা হয়েছে, একটি বানরের পক্ষে শেক্সপিয়ারের নাটক, কবিতা এবং সনেট পুরোপুরি টাইপ করে ফেলা অসম্ভব নয় বটে, তবে এর জন্য যে সময়ের প্রয়োজন, তা আমাদের মহাবিশ্বের সম্ভাব্য আয়ুর চেয়েও দীর্ঘ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে।
গবেষকদ্বয় বলছেন, এই তত্ত্বটি গাণিতিক দৃষ্টিকোণ থেকে সত্য হলেও বাস্তবে 'মিথ্যা' এবং 'বিভ্রান্তিকর'। কারণ অসীম সময়ের ধারণাটি আমাদের মহাবিশ্বের প্রেক্ষাপটে প্রযোজ্য নয়।
গবেষকরা শুধু একটি বানরের ওপরই নির্ভর করেননি; বরং বর্তমানে পৃথিবীতে থাকা ২ লাখের মতো শিম্পাঞ্জি যদি একসঙ্গে কাজেও লাগানো হয়, তবুও তারা শেক্সপিয়ারের সাহিত্যকর্মের কিছুটা অংশও টাইপ করতে পারবে না।
গবেষণায় দেখা গেছে, এমনকি যদি প্রতিটি শিম্পাঞ্জি প্রতি সেকেন্ডে একটি করে বাটন টেপার গতিতে লেখালেখি করতে থাকে এবং মহাবিশ্বের শেষ পর্যন্ত এই কাজ চালিয়ে যায়, তবু তারা শেক্সপিয়ারের রচনা পুরোপুরি টাইপ করতে পারবে না।
গবেষণার ফলাফলে দেখা গেছে, একটি শিম্পাঞ্জির জীবনকালে কলার ইংরেজি শব্দ 'ব্যানানাস' টাইপ করার সম্ভাবনা মাত্র ৫ শতাংশ। আর এলোমেলোভাবে 'আই চিম্প, দেয়ারফোর আই অ্যাম' এই বাক্যটি টাইপ করার সম্ভাবনা প্রায় এক কোটির ওপর একশ' বিলিয়ন বিলিয়ন ভাগে একভাগ মাত্র।
গবেষণাটি আরও বলছে, টাইপিং স্পিড বাড়ালেও বা শিম্পাঞ্জির সংখ্যা বাড়ালেও কোনো অর্থপূর্ণ সাহিত্য রচনার ক্ষেত্রে বানরের এই শ্রম কখনো কার্যকর হবে না।
গবেষণার এই হিসাবটি মহাবিশ্বের 'হিট ডেথ থিওরি' তথা মহাবিশ্বের ক্রমশ ঠান্ডা এবং স্থির হওয়ার ধারণার ওপর ভিত্তি করে করা হয়েছে। এই তত্ত্ব অনুযায়ী একসময় মহাবিশ্বের সকল শক্তি নিঃশেষ হয়ে যাবে।
সহযোগী অধ্যাপক উডকক বলেন, 'এই গবেষণা প্রমাণ করে যে অসীম সম্পদের ধারণা ব্যবহার করে প্রাপ্ত ফলাফল বাস্তবের সীমাবদ্ধতার সাথে মেলে না। তাই এই তত্ত্বটি একটি বিভ্রান্তিকর ধারণা'।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন