শরীরের সঙ্গে ৩০০ টারান্টুলা মাকড়সা বেঁধে পাচার করতে গিয়ে আটক
দুর্লভ প্রজাতির মাকড়সা, বিছে ও পিঁপড়া পাচারের অভিযোগে এক কোরীয় নাগরিককে আটক করা হয়েছে পেরুতে।
গত ৮ নভেম্বর, ৩২০টি টারান্টুলা, ১১০টি বিছে ও ৯টি বুলেট পিঁপড়া পাচারের উদ্দেশ্যে পেরুর লিমার জর্জ চাভেজ বিমানবন্দরে হাজির হন ২৮ বছর বয়সি ওই কোরিয়ান। তবে ইমিগ্রেশনে পার হওয়ার সময় তার অস্বাভাবিকভাবে ফুলে থাকা পেট দেখে সন্দেহ হয় কর্মকর্তাদের।
পরে দেখা যায়, পেটের সঙ্গে শক্ত আঠালো টেপ দিয়ে জিপলক ব্যাগে মোড়ানো এসব পোকামাকড় তিনি দক্ষিণ কোরিয়ায় পাচার করার চেষ্টা করছিলেন। পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
পেরুর বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা জানায়, এই পোকামাকড়গুলো পেরুর আমাজনের মাদ্রে দে দিওস অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সেগুলো কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।
টারান্টুলাগুলো বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত বলে জানান বন্যপ্রাণী বিশেষজ্ঞ ওয়াল্টার সিলভা। তিনি বলেন, 'এসব প্রাণী অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে এবং এটি কোটি কোটি ডলারের বন্যপ্রাণী পাচারের অংশ।'
পেরু একমাত্র দেশ নয়, যেটি বন্যপ্রাণী পাচারের সমস্যার সম্মুখীন। ২০২১ সালের ডিসেম্বরে কলম্বিয়ায় ২৩২টি টারান্টুলা, ৬৭টি তেলাপোকা, ৯টি মাকড়সার ডিম এবং একটি স্করপিয়নসহ ৭টি বাচ্চা উদ্ধার করা হয়েছিল।