সাগরে বিধ্বস্ত হেলিকপ্টার, ১২ ঘণ্টা সাঁতরালেন মন্ত্রী
সাগরে বিধ্বস্ত হয় মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার। কিন্তু দুর্ঘটনায় বেঁচে যান মন্ত্রী। এরপর প্রায় ১২ ঘণ্টা সাঁতরে নিরাপদে পৌঁছান তিনি।
স্ট্রেচারে শুয়ে ক্লান্ত, পরিশ্রান্ত মন্ত্রী বলে ওঠেন, "এখনো আমার মরার সময় হয়নি।"
তার সঙ্গে একই হেলিকপ্টারে থাকা আরও দুই নিরাপত্তা কর্মকর্তাও দুর্ঘটনায় বেঁচে গেছেন।
সোমবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী নৌকাডুবির স্থান পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী সের্গে গেলে। সেখানেই তাকে এবং তার সহযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
নৌকাডুবির ঘটনায় ৩৯ জন নিহত হন।
টুইটারে মাদাগাস্কারের রাষ্ট্রপতি অ্যান্ড্রি রাজোয়েলিনা দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। পাশাপাশি মন্ত্রী এবং বেঁচে যাওয়া কর্মকর্তাদের শ্রদ্ধা জানিয়েছেন।
হেলিকপ্টার দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয় তবে ৫৭ বছর বয়সী মন্ত্রী সের্গে গেলে জানান, তিনি সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন সকাল সাড়ে ৭টা পর্যন্ত সাঁতার কেটে সমুদ্র উপকূলবর্তী শহর মাহামবোতে পৌঁছান।
শারীরিক আঘাত না পেলেও পুরোটা সময় তিনি প্রচণ্ড ঠান্ডা অনুভব করেছেন বলে জানিয়েছেন।
মাহামবো থেকে একটি ভিডিও প্রকাশ করে মন্ত্রী বলেছেন, "আমি চাই আপনারা এটি বেশি করে প্রচার করুন যাতে আমার পরিবার এবং সহকর্মীরা দেখতে পায় যে, আমি জীবিত আছি, ভালো আছি।"
সমুদ্রের উত্তাল জলরাশিতে এত দীর্ঘ সময় ভেসে থাকার জন্য মন্ত্রী হেলিকপ্টারেরই একটি আসন ব্যবহার করেছিলেন।
পুলিশ প্রধান জাফিসামবাত্রা রাভোভি বলেছেন, "তিনি (মন্ত্রী) সব সময়ই খেলাধুলায় দুর্দান্ত ছিলেন, এখন মন্ত্রী হয়েও তার ফিটনেসে কোন ছেদ পড়েনি। এখনো যেন ৩০ বছরের যুবা তিনি…।"
উল্লেখ্য, মন্ত্রী হিসাবে নিয়োগের আগে তিন দশক পুলিশের দায়িত্ব পালন করেছিলেন গেলে।
- সূত্র- বিবিসি