কুয়েতের রাস্তায় অভুতপূর্ব দৃশ্য: সিংহ কোলে নিয়ে হাঁটলেন নারী!
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে কুয়েতের একজন নারীকে দেখা গেছে সিংহ কোলে নিয়ে হেঁটে যেতে। এসময় প্রাণিটিকে ঐ নারীর কোলে হাত-পা ছুড়তে দেখা যায়।
দেশটির পরিবেশ পুলিশ জানায়, সিংহটি ওই নারী ও তার বাবার পোষা প্রাণি। বিশালাকৃতির প্রাণিটিকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে এটিকে ধরতে ওই নারীকে সাহায্য করেন অফিসাররা।
বন্য প্রাণি পোষ্য হিসেবে রাখা অবৈধ হলেও কুয়েতে সিংহসহ বিদেশী প্রাণীদের পোষ্য হিসেবে রাখা বৈধ।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সৌদি আরবের লোকেরা পোষা চিতার জন্য ৬ হাজার ডলারেরও বেশি অর্থ খরচ করেছে বলে জানা গেছে।