‘হাকুনা মাতাতা’: খাঁচা থেকে বেরিয়ে মনের আনন্দে বিমানবন্দরে ঘুরে বেড়াচ্ছে তারা
রোববার সিঙ্গাপুরের একটি বিমানবন্দরে পরিবহনের সময় অসতর্কতাবশত কন্টেইনার থেকে দুটি বিশালদেহী সিংহ বেরিয়ে পড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে যায় পুরো বিমানবন্দর এলাকায়। সিংহ দুটিকে বিমানে করে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।
সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের কর্মীদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর, অবশেষে পশুচিকিৎসকরা সিংহ দুটির ওপর ট্রানকুইলাইজার বন্দুক ব্যবহার করতে বাধ্য হন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এরপর একটি সিংহকে কন্টেইনারের ওপর শুয়ে থাকতে দেখা গেছে।
৭টি সিংহের পরিবহনের কাজে নিয়োজিত ছিল সিঙ্গাপুর এয়ারলাইন্স। তবে, অনাকাঙ্ক্ষিতভাবে দুটি সিংহ বেরিয়ে এলে, উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে পরিস্থিতি মোকাবেলায় বিশেষজ্ঞ ভেটেরিনারি দলকে ডাকতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
দ্য স্ট্রেইটস টাইমসের তথ্য অনুযায়ী, মান্দাই ওয়াইল্ডলাইফ গ্রুপের ভেটেরিনারি টিমের তত্ত্বাবধানে নিয়ন্ত্রণে আনা হয় সিংহ দুটিকে। জানা গেছে, এখন তারা ট্রানকুইলাইজারের প্রভাব থেকেও সেরে উঠছে।
সিংহগুলোকে কোথা থেকে আনা হয়েছে বা তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়।
সিঙ্গাপুর এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, "তাৎক্ষণিক অগ্রাধিকার হল সিংহদের সুস্থতা।"
এয়ারলাইন্সটি আরও জানিয়েছে, সিংহ বহনকারী কন্টেইনারটির চারদিকে নিরাপত্তা জাল দিয়ে সুরক্ষিত ছিল। ফলে এ ঘটনায় এয়ারলাইন্সের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি বলেও তারা দাবি করেন।
- সূত্র: নিউইয়র্ক পোস্ট