চিড়িয়াখানার রক্ষীকে হত্যার পর সঙ্গী নিয়ে পালাল সিংহী
চিড়িয়াখানার নিরাপত্তারক্ষীকে হত্যা করে নিজের পুরুষ সঙ্গীকে সাথে নিয়ে পালিয়েছে এক সিংহী। ইরানের একটি চিড়িয়াখানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সোমবার দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। তবে, পালিয়ে যাওয়া ওই সিংহ জুটিকে পরবর্তীতে আবারও বন্দী করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-কে চিড়িয়াখানার এক কর্মী জানান, কয়েকবছর আগে চিড়িয়াখানায় আনা ওই সিংহী কোনোভাবে খাঁচার দরজা খুলতে সক্ষম হয়। ৪০ বছর বয়সী আরেক কর্মী খাঁচার খাবার দিতে গেলে তাকে আক্রমণ করে সিংহী এবং এরপর খাঁচার মধ্যে থাকা পুরুষ সঙ্গীকে নিয়ে পালিয়ে যায়।
দেশটির রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিম হতে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে মারকাজি প্রদেশের আরাক শহরের চিড়িয়াখানা থেকে রোববার সিংহ দুটি পালিয়ে যায় বলে জানা গেছে।
প্রদেশের গভর্নর আমির হাদির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, "ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী চিড়িয়াখানার নিয়ন্ত্রণ নিয়ে নিতে সক্ষম হয়।"
সেইসঙ্গে সিংহী ও সিংহটিকে জীবিত উদ্ধার করে পুনরায় বন্দী করা হয়েছে বলেও জানান তিনি।
- সূত্র: বাসস/এএফপি