১০০ টন অনবায়নযোগ্য প্লাস্টিককে বিল্ডিং ব্লকে রূপান্তর!
প্লাস্টিক রিসাইকেল করার জন্য যে সবসময়ই রাসায়নিক দ্রব্য প্রয়োজন, তা কিন্তু নয়। এমনটিই করে দেখিয়েছে যুক্তরাষ্ট্রের লস-অ্যাঞ্জেলস ভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১০৩ টন অনবায়নযোগ্য প্লাস্টিককে বিল্ডিং ব্লকে পরিণত করেছে তারা।
'ব্লকার্স' নামক মেশিনের মাধ্যমে বিল্ডিং ব্লকগুলো তৈরি করেছে বাইফিউশন কোম্পানি। যন্ত্রগুলো বেশ সহজভাবে নকশা করা হয়েছে। প্রথমে প্লাস্টিকগুলোকে টুকরো করা হয়। পরবর্তীতে সেগুলোকে চাপ প্রয়োগের মাধ্যমে ব্লকে রূপান্তরিত করা হয়।
কম্পোজিট প্লাস্টিক যদিও জীবনযাত্রার মান বাড়িয়েছে, এগুলোকে প্রায়ই রিসাইকেল করা সম্ভব হয় না।
তাপ প্রয়োগ ও রাসায়নিক উপায়ে এ ধরণের প্লাস্টিক রিসাইকেল করার জন্য গবেষণা চালাচ্ছেন অনেকেই। এই সমস্যা এড়াইতেই ব্লকার্স তৈরি করে বাইফিউশন। টেকসই বিল্ডিং ব্লকে পরিণত করার মাধ্যমে এই প্লাস্টিকের ব্যবহারযোগ্যতা বেড়ে যায় বহুগুণ।
'বাইব্লকস' নামে পরিচিত এই ব্লকগুলোর আকার মূলত ১৬X৮X৮ ইঞ্চি। বাস স্টপ, বেড়া, রিটেইনিং দেয়াল, কার্টেইন দেয়াল, পাবলিক টেরেসসহ অনেক কিছু তৈরিতে ব্যবহার করা যেতে পারে এটি।
লস-অ্যাঞ্জেলসে বাইফ্যাশনের ফুল-সার্ভিস অপারেশন প্রতি বছর ৪৫০ টন প্লাস্টিককে ব্লকে রূপান্তরিত করতে পারে। শীঘ্রই আরও ১২টি ব্লকার ইন্সটল করার আশা করছে তারা।
মাছ ধরার জাল থেকে শুরু করে প্রায় সব ধরণের প্লাস্টিকই ব্লকে রূপান্তরিত করতে পারে যন্ত্রগুলো। তবে এখনও পর্যন্ত পলিস্টাইরিন বা স্টায়রোফোম রূপান্তর করা সম্ভব হয়নি।
এ প্রকৃয়ায় কোনো আঠা বা জোড়া দেওয়ার জন্য কোনোকিছু ব্যবহারের প্রয়োজন পড়ে না। ২২ পাউন্ড প্লাস্টিক এ যন্ত্রে ফেলা ফলে ২২ পাউন্ডের ব্লকই বেরিয়ে আসে তা থেকে।
পুরো যুক্তরাষ্ট্রেই তাদের কার্যক্রম প্রসারিত করছে বাইফিউশন।
- সূত্র- গুডনিউজ নেটওয়ার্ক