আমেরিকার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া সিইও
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2020/07/12/untitled-1.jpg)
ভুল হোক কিংবা ঠিক, করপোরেট জীবনে উপার্জনের প্রশ্ন এলে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) উদাহরণ ঘুরে ফিরে আসে।
তবে আজকের দিনের করপোরেট আমেরিকার দিকে তাকালে আপনি দেখতে পাবেন, বিশেষ করে প্রযুক্তি খাতের বেশ কিছু নির্বাহী কর্মকর্তা নিজেদের অবস্থান ব্যাংকারদের চেয়ে অনেক দূর উন্নীত করে ফেলেছেন, তা এমনকি অর্থনৈতিক সংকটের বহু আগেই।
এ কাজ এলন মাস্কের চেয়ে ভালো কেউ পারেননি। এই স্পেস ও ইলেক্ট্রিক-কার টাইটানই হলেন ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সর্বাধিক বেতন পাওয়া নির্বাহী কর্মকর্তা। ব্লুমবার্গ পে ইনডেক্সের তথ্যমতে, তার পকেটে ঢুকেছে ৫৯ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৮১৭ মার্কিন ডলার! টেসলা ইনকরপোরেশনকে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ফার্মগুলোর একটিতে পরিণত করতে এই সিইওর অবদান অনেক।
তালিকায় দ্বিতীয় অবস্থান অ্যাপল ইনকরপোরেশনের সিইও টিম কুকের। গত বছর তিনি বেতন পেয়েছেন ১৩ কোটি ৩৭ লাখ ২৭ হাজার ৮৬৯ মার্কিন ডলার! ১১ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার ২০১ মার্কিন ডলার উপার্জন করে তালিকার তিন নম্বরে অবস্থান চার্টার কমিউনিকেশনস ইনকরপোরেশনের সিইও টম রুটলেজের।
এই তালিকায় এর পর যথাক্রমে রয়েছেন ভায়াকমসিবিএস ইনকরপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত সিইও জোসেফ ইয়াননেলিও (১১ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৪৯৫), চিওয়ি ইনকরপোরেশনের সিইও সুমিত সিং (১০ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৭০৫), ব্ল্যাকস্টোন গ্রুপ ইনকরপোরেশনের চিফ অপারেটিং অফিসার (সিওও) জোনাথান গ্রে (১০ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৬৮০), ইনটেল করপোরেশনের সিইও রবার্ট সোয়ান (৯ কোটি ৯০ লাখ ২২ হাজার ৮৪৭), অ্যালফাবেট ইনকরপোরেশনের সিইও সুন্দর পিচাই (৮ কোটি ৬১ লাখ ৬২ হাজার ৭৫২), মাইক্রোফট করপোরেশনের সিইও সত্য নাদেলা (৭ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ১৪৯) এবং স্যারেপটা থেরাপিউটিকস ইনকরপোরেশনের সিইও ডগলাস ইনগ্রাম (৭ কোটি ২ লাখ ২৮ হাজার ৭৪৬ মার্কিন ডলার)।
সূত্র: ব্লুমবার্গ