গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স: দুই ধাপ এগিয়ে ৩৫তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র, ভারত চতুর্থ
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/bangladesh_army_0.jpg)
সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (জিএফপি) ২০২৫-এ ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৫তম অবস্থানে রয়েছে। আগের বছরের তুলনায় বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে।
বাংলাদেশের পাওয়ার ইনডেক্স স্কোর ০.৬০৬২, যেখানে ইনডেক্সে ০.০০০০-কে "নিখুঁত" ধরা হয়।
জিএফপি-এর ওয়েবসাইট অনুযায়ী, এই সূচক নির্ধারণের জন্য ৬০টিরও বেশি পৃথক বিষয় বিবেচনা করা হয়, যার মধ্যে রয়েছে সামরিক ইউনিটের সংখ্যা, আর্থিক অবস্থা, লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক পরিস্থিতি।
জিএফপি-এর নিজস্ব সূত্র অনুযায়ী, তুলনামূলকভাবে ছোট কিন্তু প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোর জন্য বড় ও কম উন্নত শক্তির সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব। সূচকটিকে আরও নির্ভুল করতে বিশেষ বোনাস ও পেনাল্টি পয়েন্ট সংযোজন করা হয়, যা প্রতিবছর হালনাগাদ করা হয়।
ওয়েবসাইট অনুযায়ী, বাংলাদেশের প্রতিবেশী ভারত ০.১১৮৪ পাওয়ার ইনডেক্স স্কোর নিয়ে ৪র্থ স্থান অর্জন করেছে আর পাকিস্তান ০.২৫১৩ স্কোর নিয়ে ১২তম স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ০.০৭৪৪ পাওয়ার ইনডেক্স স্কোর নিয়ে তালিকার শীর্ষস্থান অর্জন করেছে। ২০০৫ সাল থেকে দেশটি শীর্ষ স্থান ধরে রেখেছে।
গ্লোবাল ফায়ারপাওয়ার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র জনশক্তি, আর্থিক সক্ষমতা, সামরিক সরঞ্জামের গুণগত মান ও শিল্প উৎপাদন ক্ষমতার কারণে বিশ্বসেরা সামরিক শক্তি হিসেবে অবস্থান করছে।
অন্যদিকে ০.০৭৮৮ স্কোর নিয়ে রাশিয়া দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি হিসেবে তালিকায় রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়লেও উত্তর কোরিয়া, চীন ও ইরানের সহযোগিতার ওপর নির্ভর করছে।
০.০৭৮৮ স্কোর নিয়ে চীন তৃতীয় বৈশ্বিক সামরিক শক্তি হিসেবে অবস্থান করছে। গ্লোবাল ফায়ারপাওয়ার জানিয়েছে, সামরিক ও উন্নয়ন সক্ষমতায় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে বেইজিং দ্বিতীয় স্থানের দিকে এগিয়ে চলেছে।
ওয়েবসাইটে আরও বলা হয়েছে, 'চীন একটি বৈশ্বিক আর্থিক শক্তি হিসেবে টিকে রয়েছে এবং এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে। পার্শ্ববর্তী তাইওয়ান বর্তমান চীন প্রশাসনের জন্য একটি অগ্রাধিকার বিষয়।
চীনের সামরিক আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি ইতোমধ্যে যুদ্ধজাহাজ ও সাবমেরিন উৎপাদনে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে।
গ্লোবাল ফায়ারপাওয়ার সূচকের শীর্ষ দশ দেশের মধ্যে আরও রয়েছে দক্ষিণ কোরিয়া (৬ষ্ঠ), ফ্রান্স (৭ম), জাপান (৮ম), তুরস্ক (৯ম) ও ইতালি (১০ম)।