ইভ্যালিসহ ১০টি অনলাইন মার্চেন্টের সঙ্গে কার্ডে লেনদেন বন্ধ করলো এনআরবি ব্যাংক
দেশের শীর্ষস্থানীয় কয়েকটি বেসরকারি ব্যাংকের পর এবার ইভ্যালিসহ ১০টি ই-কমার্স সাইটে নিজ গ্রাহকদের দেওয়া কার্ডে লেনদেন স্থগিত করেছে এনআরবি ব্যাংক।
ইভ্যালি ছাড়া অন্য ৯টি সাইট হলো: আলেশা মার্ট, ধামাকা, ই- অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদেয়ান মার্ট ও নিডস।
এব্যাপারে গ্রাহকদের প্রতি পাঠানো এক বার্তায় ব্যাংকটি জানিয়েছে, "সম্মানিত গ্রাহক অনিবার্য কারণবশত উল্লেখিত মার্চেন্টদের সঙ্গে এনআরবি ব্যাংক প্রদত্ত সকল কার্ডে লেনদেন অবিলম্বে স্থগিত করা হয়েছে।"
ইতঃপূর্বে, কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্টের ওপর ভিত্তি করে গত ২২ জুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে ইভ্যালিকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ব্র্যাক ব্যাংকসহ বেশ কিছু ব্যাংক আলোচিত ১০টি ই-কমার্স কোম্পানির সঙ্গে তাদের ইস্যুকৃত ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডে লেনদেন স্থগিত করে।
গত শনিবার মোবাইলে আর্থিক সেবাদাতা বিকাশ-ও গ্রাহক স্বার্থরক্ষার কারণ উল্লেখ করে, ইভ্যালিসহ এ ১০ অনলাইন মার্চেন্টের সঙ্গে লেনদেন পরিষেবা বন্ধ ঘোষণা করে।
সম্প্রতি ঢাকার একটি আদালত ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী এবং কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে আদেশ জারি করেন। কোম্পানিটির বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে তদন্ত চলমান থাকায় এ আদেশ দেন আদালত।