ঋণ পরিশোধের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তির ২৫ শতাংশ ৩১ ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলে ঋণ শ্রেণিকরণ করা যাবে না। এক্ষেত্রে ঋণের কিস্তির বাকি অংশ পরবর্তী এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ঋণ পরিশোধের সময় বাড়ানো হয়েছে। তবে এবার কিস্তি পরিশোধের ন্যূনতম ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে।
সুবিধার আওতায় ঋণ বা বিনিয়োগের বিপরীতে আদায় করা সুদ বা মুনাফা এ সার্কুলার পরিপালনের ক্ষেত্রে আদায় হিসেবে বিবেচনা করা হবে।
এই প্রজ্ঞাপনের আওতায় সুবিধাপ্রাপ্ত ঋণের সুদ আয় খাতে স্থানান্তর এবং এই ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের বিষয়ে পরবর্তীতে নির্দেশনা দেয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।