করোনার মধ্যেও বড় করদাতাদের কাছ থেকে কর আদায়ে সাফল্য
করোনা ভাইরাসের মধ্যে দেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে প্রত্যাশিত গতি না থাকলেও বৃহৎ কর পরিশোধকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কর আদায়ে ভালো সাফল্য এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) সূত্র জানিয়েছে, গতকাল সমাপ্ত হওয়া ২০২০-২১ অর্থবছরে আয়কর আদায় হয়েছে ২৪ হাজার ১১ কোটি টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ১৫.২২ শতাংশ বেশি। করোনা শুরুর বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে আদায় হয়েছিলো ২০৮৩৮ কোটি টাকা।
শুধু তাই নয়, আলোচ্য সময়ে সংশোধিত লক্ষ্যমাত্রাও অর্জন হয়েছে। শুরুতে ২৪৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও পরবর্তীতে তা কমিয়ে ২৪ হাজার কোটি টাকা করা হয়।
কর আদায়কারী কর্মকর্তারা বলছেন, করোনা পরিস্থিতির মধ্যেও মনিটরিং কার্যক্রম জোরদার করায় আদায় বেড়েছে। এলটিইউ'র কমিশনার মোঃ ইকবাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, অর্থনীতিতে নতুন করে চাহিদা তৈরি হওয়া এবং করদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে কর আদায়ে সাফল্য এসেছে। এক্ষেত্রে এনবিআর চেয়ারম্যানের দিক নির্দেশনা এবং আদায়কারী কর্মকর্তাদেরও সাধুবাদ দেন তিনি।
এনবিআরের বৃহৎ করদাতাদের কাছ থেকে কর আদায়ের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, মহামারি আঘাত হানার বছর অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরে এলটিইউর কর আদায় বেড়েছিল ১৯.৬০ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৬ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ১০ শতাংশ, ২-১৬-১৭ অর্থবছরে ২ শতাংশ এবং ২০১৫-১৬ অর্থবছরে এক শতাংশেরও কম প্রবৃদ্ধি হয়।
অপেক্ষাকৃত বৃহৎ কর প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এলটিইউর মাধ্যমে কর প্রদান করে। বর্তমানে ৪১৮টি প্রতিষ্ঠান এলটিইউতে তালিকাভুক্ত, যারা এই অফিসের মাধ্যমে কর পরিশোধ করে। এ তালিকায় রয়েছে মোবাইল ফোন কোম্পানি, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, সিমেন্ট, সিরামিকসহ বৃহৎ প্রতিষ্ঠানগুলো। আদায়কৃত রাজস্বের প্রায় ২৯ শতাংশ আসে এর মাধ্যমে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মাজিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এই পরিস্থিতির মধ্যেও ১৫ শতাংশ প্রবৃদ্ধি ইতিবাচক। তিনি বলেন, ব্যক্তি করদাতাদের আয় কমে গেলেও এলটিইউতে থাকা বড় প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ে বড় ধরণের প্রভাব পড়েনি। এর মধ্যে তাদেরকে কমপ্লায়েন্সের মধ্যে আনতে এনবিআরের চেষ্টা- সব মিলিয়ে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি হয়েছে'।
এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০১৯-২০ অর্থবছরে ৭৩ হাজার ৪ কোটি টাকার আয়করের মধ্যে এলটিইউর মাধ্যমে আদায় হয়েছে ২০ হাজার ৮৩৮ কোটি টাকা। আর সদ্য সমাপ্ত অর্থবছরে আয়কর ও ভ্রমণ করসহ মোট আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা।